আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। চলছে বসন্ত। শীতের রুক্ষতার পর বসন্তের ছোয়ায় প্রকৃতি তার নতুন জীবনে আবার ফিরে যায়। নতুন করে পাতা গজায় গাছে গাছে। বসন্তের এই সময় আবার আম গাছে আসে নতুন মুকুল।
এখন ফাল্গুন মাসের প্রায় শেষ সময় চলতেছে অর্থাৎ আর এক মাস( চৈত্র) পরেই আসছে বৈশাখ। বৈশাখ এবং জৈষ্ঠ মাসকে বাংলাদেশে বলা হয় মধু মাস কারন এই মাসগুলোতে নানারকম ফল পাওয়া যায়।
গত বছর আমের সিজনে আমি দুটো আম গাছের চাড়া আনিয়েছিলাম রাজশাহী থেকে আমার এক বন্ধুর মাধ্যমে। একটা ছিল আম রুপালি আর একটা হিম সাগর।
আলহামদুলিল্লাহ এক বছর না যেতেই গাছ গুলুতে আমের মুকুল দিয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন এই গুলু আমার আম গাছের মুকুল।