Burden of the society and floating in the conventional trends!!

in Hive Bangladesh4 years ago

IMG_20200917_224729.jpg

The boy who does not know how to market even when he is an adult or the girl who has not learned to cook pulses and rice even when he is an adult, does not do the housework himself, they are a burden for a country, a burden for the family. They themselves do not know any work but know how to troll with the phone bought with father's money! He used to say that he never went to the stove and did not know about the price of salt in the market.

[যে ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়েও বাজার করতে জানে না বা প্রাপ্ত বয়স্ক হয়েও যে মেয়েটা ডাল-ভাত রান্না করতে শেখেনি, ঘরের কাজটুকু নিজে করে না, এরা প্রকৃত অর্থে একটি দেশের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। এরা নিজেরা কোন কাজ জানে না কিন্তু বাবার টাকায় কেনা ফোন দিয়ে ট্রল করতে জানে! খুব আল্লাদি হয়ে বলতে থাকে সে কখনো চুলার কাছেও যায় না, বাজারে লবণের দাম সম্পর্কে জ্ঞান রাখে না। ]

IMG_20190721_093007 - Copy - Copy.jpg

These days, they are trolling a lot with Bangi and Pangas again. Well, does he have the power to buy a Bangi or an extra pangasius to cover all the expenses of a family ?!

[ইদানিং এরাই আবার বাঙ্গি আর পাঙ্গাস নিয়ে খুব ট্রল করছে। আচ্ছা, একটা পরিবারের যাবতীয় খরচ মিটিয়ে একটা বাঙ্গি বা একটা অতিরিক্ত পাঙ্গাস কেনার ক্ষমতা কি সে রাখে?! ]

IMG_20181113_213020_080.jpg

Men call him the one who knows how to earn his own living. The goal of the house is the girl who knows how to do the housework regularly. But now those trolls are more numerous. So it is better not to get involved in arguments with them because they will deceive you by lowering their level.

[পুরুষ তাকেই বলে, যে নিজে রোজগার করতে জানে। ঘরের লক্ষী সেই মেয়ে যে ঘরের কাজগুলো নিয়মিত করতে জানে। কিন্তু এখন ঐ ট্রলকরা লোকের সংখ্যাই অধিক। তাই এদের সাথে বিতর্কে না জড়ানোই উত্তম কেননা এরা আপনাকে ওদের লেভেল নামিয়ে ঠকিয়ে দেবে।]

There are many people who are very comfortable with their father's money. However, the boy is more dear to the father who is trying to achieve his own ability, not the father's money. Without anyone arguing about it, you asked your own father and matched the answer.

[অনেকেই আছেন বাবার টাকায় খুব আরামসে চলছেন বেশ ভাল কথা। তবে বাবার কাছে সেই ছেলেই অধিক প্রিয় যে ছেলে বাবার পয়সায় নয়, নিজের সক্ষমতা অর্জনে সচেষ্ট থাকে। এটা নিয়ে কেউ তর্ক না করে নিজের বাবাকেই প্রশ্ন করে উত্তরটা মিলিয়ে নিয়েন।]

IMG20210314151739.jpg

A boy is more deserving when he takes on the responsibility of a family. Maybe the boy is less smart than you, frugal. But in reality he is definitely more expensive than you. He is an asset to the country. Strong pillars of the family.
The girl who deserves more praise is the one who knows how to cook at home like her own hair.

[একটা ছেলে তখনই অধিক যোগ্য যখন সে একটা পরিবাবের দায়িত্ব কাধে নেয়। হতেই পারে ছেলেটা আপনার চাইতে তুলনামূলক কম স্মার্ট, মিতব্যায়ী। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অবশ্যই সে আপনার চেয়ে বেশি দামি। দেশের কাছে সে সম্পদ। পরিবারের শক্ত খুটি।
সেই মেয়েটাই অধিক প্রশংসার যোগ্য যে নিজের চুল বাধার মত ঘরের নিয়মিত রান্নাটাও করতে জানে। ]

123072312_672184137068310_8136536725846549889_n123.jpg123137472_369357260849384_3936474666460549985_n1234.jpg

I didn't say the words to belittle anyone. Rather I wrote to show the way to grow up. There are also some people very close to me who have unknowingly burdened themselves with the trend. If i say it directly, they will get in trouble and they will not even try to understand. This article is especially for them. I hope you read the article a few times before misunderstanding, of course you will be able to understand the correct understanding.

[কথাগুলো কাউকে ছোট করার জন্য বলিনি। বরং বড় হওয়ার রাস্তা দেখানোর জন্য লিখেছি। আমার খুব কাছের কিছু মানুষও রয়েছে যারা ট্রেন্ডের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে নিজের অজান্তেই নিজেকে বোঝা করে রেখেছে। সরাসরি বললে কষ্ট পাবে সেইসাথে বোঝার চেষ্টাটুকুও করবে না। বিশেষত তাদের জন্যই এই লেখা। আশা করি ভুল বোঝার আগে লেখাটা কয়েকবার পড়বেন, অবশ্যই সঠিক বুঝ আপনি বুঝতে সক্ষম হবেন।]