There are many problems, sorrows and troubles in our life. Once the beloved Prophet (peace be upon him) was overwhelmed with sorrow and restlessness; Because revelation had stopped coming for a long time. It was as if the harsh words of the disbelievers were hurting his heart, he was afraid that he had made a mistake without knowing it. At such a time, Allah sent 'Surah Dwoha' as a message of consolation.
This surah is a kind of medicine, it has extraordinary healing power.
(আমাদের জীবনে নানান সমস্যা, দুঃখ, কষ্ট রয়েছে। একবার প্রিয়নবী (সাঃ) ও খুবই দুঃখ ভারাক্রান্ত ও অস্থির হয়ে পড়েছিলেন; কারণ একটা দীর্ঘসময় ধরে অহী আসা বন্ধ ছিলো। কাফেরদের কটুবাক্য যেন উনার হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছিল,ভয় পাচ্ছিলেন আসলেই কোনো ভুল ত্রুটি হয়ে গেছে কিনা নিজের অজান্তেই। এমন সময় আল্লাহ সান্ত্বনার অমিয় বাণীরূপে পাঠান 'সূরা দ্বোহা'।
এই সূরা একপ্রকার মেডিসিন,অসাধারণ হিলিং পাওয়ার রয়েছে এরমাঝে।)
'I swear by the bright day, and I swear by the night when it becomes silent. Your Lord has never forsaken you, nor is He displeased with you. Undoubtedly, the next age is better for you than the previous one. And soon your Lord will give you so much that you will be happy. Didn't he find you as an orphan? Didn't give you shelter then? He finds you in no way, then He guides you. He makes you poor, then makes you rich. So do not be harsh with orphans. Do not scold the candidate. And proclaim the blessings of your Lord. '
(উজ্জল দিনের কসম,এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট ও হননি। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। আর শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি? তারপর তোমাকে আশ্রয় দেননি? তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান,তারপর তিনিই পথ দেখান। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান,তারপর তোমাকে ধনী করেন। কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না। প্রার্থীকে তিরস্কার করো না। আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো।')
What an impossibly beautiful enchanting story!!.
(কি অসম্ভব সুন্দর মায়াজড়ানো কথামালা!!)
- The day arrives as soon as the night leaves.
- There is no need to worry about the initial crisis, the next time will be better.
- In the case of da'wah, one has to admit the poisonous attack of many harsh words, Allah Himself is promising 'Soon your Lord will give you so much that you will be happy' Subhanallah.
- Orphans must be treated kindly.
-Allah is the only owner of guidance, he is the guide.
-People can be poor but my Rab 'Gani', can make me rich at any time.
-Candidate cannot be reprimanded.
-To be grateful servant by expressing gratitude for innumerable blessings of Allah. Just think of the countless blessings God has given me that He has not given to everyone.
(-দিনের আগমন ঘটে রাত বিদায় নিলেই।
-প্রাথমিক সংকটে পেরেশান হতে নেই,পরবর্তী সময় ভালো হবে।
-দাওয়াতের ক্ষেত্রে অনেক কটুকথার বিষাক্ত আক্রমণের স্বীকার হতে হয়,আল্লাহ নিজে ওয়াদা করছেন 'শীঘ্রই তোমার রব এতো দেবেন যে,তুমি খুশী হয়ে যাবে' সুবহানাল্লাহ।
-এতিমের প্রতি সদয় আচরণ করতে হবে।
-আল্লাহই হেদায়েতের একমাত্র মালিক,তিনিই পথ দেখিয়েছেন।
-মানুষ গরীব হতে পারে কিন্তু আমার রব 'গানী', যেকোনো সময় ই ধনী করতে পারেন।
-প্রার্থীকে তিরস্কার করা যাবে না।
-আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে কৃতজ্ঞ বান্দা হতে হবে। শুধু চিন্তা করুন এমন অসংখ্য নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন যা সবাইকে দেননি।)
The teachings of Surah at a glance:
- Allah has ordained for the welfare of human beings both good and bad in human life. As night and day are determined by human welfare, so happiness and sorrow are a natural rule of Allah. Therefore, just as one should give thanks to Allah in times of happiness, one should also repent and seek forgiveness from Allah in times of sorrow - it cannot be broken.
- In all cases, the work of calling people to God must continue. It is important to remember that God must change the situation if we continue to work with integrity. We should not be disappointed.
- The opportunity of good times should be used keeping in mind the bad times.
- to show kindness to orphans and to give as much help as possible.
- The candidate, whether he is a seeker of help or interested in learning anything about religion, cannot speak to anyone who is annoyed; If it is not possible to give her the requested thing, she should be informed of her disability with humility.
(একনজরে সূরার শিক্ষাগুলোঃ
১. মানব জীবনে সুদিন ও দুর্দিন উভয় মানুষের কল্যাণের জন্যই আল্লাহ তা'আলা নির্ধারণ করে দিয়েছেন। রাত ও দিন যেমন মানব কল্যাণেই নির্ধারিত, তেমনি সুখ ও দুঃখ আল্লাহ তাআলার একটি স্বাভাবিক নিয়ম। সুতরাং সুখের সময় যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দুঃখের সময়ও আল্লাহর নিকট তাওবা-ইস্তিগফার করতে হবে—ভেঙে পড়া যাবে না।
২. সকল অবস্থায়ই মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ জারী রাখতে হবে। মনে রাখা দরকার একনিষ্ঠতার সাথে অবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে থাকলে আল্লাহ অবশ্যই অবস্থার পরিবর্তন ঘটাবেন। আমাদেরকে নিরাশ হলে চলবে না।
৩. দুঃসময়ের কথা স্মরণে রেখে সুসময়ের সুযােগকে কাজে লাগাতে হবে।
৪, ইয়াতীমদের প্রতি কোমল আচরণ দেখাতে হবে এবং যথাসাধ্য সাহায্য-সহায়তা দান করতে হবে।
৫. প্রার্থীকে সে সাহায্যপ্রার্থী হোক বা দীন সম্পর্কে কোনাে কিছু জানতে আগ্রহী কোনাে লােক হােক–বিরক্তি প্রকাশক কোনাে কথা বলা যাবে না; তার প্রার্থীত জিনিস দেয়া সম্ভব না হলে বিনয়ের সাথে অক্ষমতা তাকে জানাতে হবে।)
Alhamdulillah ..!
Congratulations @didar01! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 80 posts.
Your next target is to reach 700 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Support the HiveBuzz project. Vote for our proposal!