আসলেই কি এত কিছু লাগে?! my thought's !!

in Hive Bangladesh4 years ago

মাঝে মাঝে মনে হয় এত কিছু কেন? কেনো দরকার এত এত অর্থ, জায়গা জমি? বেঁচে থাকতে আসলেই কি এগুলার অতিরিক্ত প্রয়োজন আছে? আবার মনে হয় না, অর্থ,সম্পদ টাকা কড়ি জমি জমা ছাড়া জীবন একেবারেই বৃথা।
IMG20210220141555.jpg
IMG20210311102109.jpg
আমাদের সমাজের অবস্থাটাই এমন কেউ যদি একেবারে খারাপ লোকও হয় কিন্তু সে ধনবান। তার প্রতি মানুষের ঝোক থাকে, তাকে মানুষ খারাপ জেনেও সমিহ করে, সালিশ আচার বিচারে ডাকে।এবং তারই সঙ্গ দেয় বেশি। আর যেই লোকটা গ্রহনীয় কিন্তু আর্থিক ভাবে সচ্ছলতা নেই। তার আশ পাশ ও মারায়না মানুষ। বরং তাকে হিংসার চোখে দেখে এবং তার ভালটাও সহ্য হয়না। এবং সেই লোকটা কারো ক্ষতি না করলেও কেন জানি সমাজের মানুষ ঐ লোকটার ভাল দেখতে পারেনা।

IMG20210311102140.jpg
IMG20210311102144.jpg

এজন্যই আমাদের ঘুনে ধরা সমাজের উন্নয়ন হয়না। যার আছে সে আরো পেয়ে থাকে আর যার নাই সে তার প্রাপ্য সম্মানটুকুও পায়না। সমাজের মাতবর হয় অশিক্ষিত বর্বর লোক আর শিক্ষিত লোক গুলা অবহেলা আর হিংসার বেড়া জালে আবদ্ধ থেকে এক সময় নির্জীব হয়ে যায়।

IMG20210311102101.jpg
IMG20210311102116.jpg

মাঝে মাঝে মনে হয় এই সমাজ, সমাজের স্বার্থপরতা থেকে দূরে কোথাও বিচ্ছিন্ন কোন দীপ বা কোন নির্জন পাহাড়ে চলে যাই তবে মানুষ সামাজিক প্রানী মানুষ ছাড়া যেমন সমাজের অস্তিত্ব নেই আবার তেমনি সমাজ ছাড়া সভ্যতার অস্তিত্ব বিলিন। এই ভেবেই থেকে যেতে হয়। থেকে যেতে হয় স্বার্থপর হয়ে।