Respecting others brings self-respect!!

in Hive Bangladesh4 years ago

ঠোঁটের স্পর্শে আছে বলেই সিগারেট এর প্রচণ্ড অহংকার। অথচ সে জানে না, কিছুক্ষন পরেই তাকে ধুলোয় ছুড়ে ফেলা হবে। তখন তার আর আবর্জনার মধ্যে কোন তফাৎ থাকবে না।

Cigarettes are arrogant because they are on the lips. But he does not know that after a while he will be thrown into the dust. Then there will be no difference between it and garbage.

IMG20210311102144.jpg

তেমনি, তুমি তোমার বর্তমান অবস্থান নিয়ে শুকরিয়া করতে পারো, বাট অহংকার নয়। জীবন মানেই মিউজিক্যাল চেয়ারের মতো। কখন তোমাকে সে চেয়ারে বসাবে, আর কখন যে মাটিতে ফেলে দেবে- সেটা কেউ'ই বলতে পারে না।

Likewise, you can be thankful for your current position, but not arrogance. Life is like a musical chair. No one can say when he will put you in the chair and when he will throw you on the ground.

123605835_371058640780797_7111710566117705177_n12.jpg123072312_672184137068310_8136536725846549889_n123.jpg

মনে রেখো, 'তোমার নিচুতে যারা অবস্থান করছে, তারা কেউ'ই মূল্যহীন নয়, তারা নিচুতে অবস্থান করছে বলেই, তোমার উচ্চতার এত দাম।'

Remember, 'None of those who are below you are worthless, because they are so low that your height is so valuable.'

123311777_2837142213273619_6409203414712717199_n1q.jpg

মেথর আছে বলেই। কিন্তু তোমার চারপাশ এত পরিস্কার।
অতএব তাদেরকে সম্মান দেওয়া উচিৎ। তাদেরকে অবেহেলা করলে নিজের গুরুত্ব হারাতে হবে।

Because there is Sweeper, your surroundings are so clear.
Therefore they should be respected. If you ignore them, you will lose your importance.

Sort:  

Thanks for sharing your experience with us!
TIBLogo

Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks CommunityYou have been curated by @hafizullah on behalf of , and check out @innerblocks! #lifehappening