You are viewing a single comment's thread from:

RE: Music is the great medicine to change mentality || Enjoy singing in the sweet voice of a little boy without music

in Hive Bangladesh4 years ago

এটা মাহফিল থেকে তোলা গজল মনে হচ্ছে। আসলে আমাদের দেশে যত মাহফিল হয় এবং এসব মাহফিলে অনেক সুন্দর সুন্দর এবং ভাল ভাল কথা বিশিষ্ট বেশ কিছু ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। আমরা হয়তো অনেক সময় মন দিয়ে শুনতে পাইনা তাই এগুলো কত ভালো এটা উপলব্ধি করতে পারিনা। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো শেয়ার করার জন্য এবং তোমার এই ব্লগের মাধ্যমে এই গজলটি ব্লকচেইন অনেকদিন থেকে যাবে এবং মানুষ পরবর্তীতে শুনতে পারবে এত সুন্দর মিষ্টি এই গজলটি।

বিদায় বেলায় দিওগো দেখা হে প্রিয় রাসূল এটি অনেক গজল এর মধ্যে আমার কাছে অনেক প্রিয় গজলগুলোর মধ্যে একটি