সবাইকে আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন,একটু দেরি হয়ে গেলো এই পোস্টটি দিতে
কিছুদিন আগেই পরিবারের সবাই ঘুরে আসলাম গোপালগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র,যেখানে আমার বাবা সরকারি চাকরি করেন।
সাধারণত এটি সংরক্ষিত এলাকা তাই এখানে অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় নাহ,মানে হলো আপনারা চাইলেই এখানে ঘুরতে আসতে পারবেন নাহ যদি আপনাদের কেউ চেনা লোক না থাকে।
অনুমুতি নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের কিছু ছবি তুলেছিলাম,সে গুলো আপনাদের সাথে Share করলাম।
আমার বাবা,ছোট বোন আর আমার আম্মুকে নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রে গিয়েছিলাম।
এই বিদ্যুৎ কেন্দ্র অনেক বড় বড় মেশিন রয়েছে,মেশিন গুলো সব গুলো আমি দেখেছি আমার আব্বুর সাথে ভিতরে গিয়ে,কিন্তু ওখানে ছবি তুলা বারন আছে,তাই ছবি তুলিনি।
এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় ফারনিসওয়েল এর মাধ্যমে।
সাধারণত বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র পানি বা গ্যাস এর মাধ্যমে উৎপন্ন হয়,এই গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কি ফারনিসওয়েল এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়,এই তেলগুলো অন্য তেলের মতো পাতলা হয় নাহ, এই তেল বেশ মোটা হয় অন্য তেলের তুলোনায়।
আমার ছোট বেলা কাটে চট্টগ্রাম রাউজান বিদ্যুৎ কেন্দ্রে,ওখানে স্টাফ দের ফেমিলি থাকার জন্য কলোনি ছিলো এবং অনেক বড় এই বিদ্যুৎ কেন্দ্র।
কিন্তু এই গোপালগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এই সুবিধা নেই।এখানে শুধু মাত্র বেচালার রুম রয়েছে।আর এইটা খুবই ছোট বিদ্যুৎ কেন্দ্র
সব মিলিয়ে অনেক ভালই ছিলো সময়টি,বেশ ভালো সময় কাটিয়েছিলাম।
যদি জায়গাটি ভালো লাগে ও কেউ এখানে এসে থাকেন অবশ্যই Comment এ জানাবেন আবারও যাওয়ার ইচ্ছে আছে, ইনশাল্লাহ এর পর গেলে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করবো।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 🥰🥰🥰
valo laglo kokhono giyeto dekhte parbona. apnar post ar pic er maddhome dekhe nilam .
Thank you vai,inshallah next e aro vlo kisu niye asbo apnader jonno