বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ্য এবং ভালো আছো।
আজ আমি তোমাদের সাথে বসুন্ধরা সিটি শপিং মলের আরো একটি ভিডিও শেয়ার করবো। কারন আমরা হয়তো অনেকেই শুধু শুনেছি বসুন্ধরা সিটি শপিং মলের কথা, বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শপিং সেন্টার এটি। কিন্তু এর ভেতদের দৃশ্যগুলো দেখতে কেমন, কিংবা এর ভেতরের দোকানগুলোর অবস্থান কি রকম? তা আমি ভাগ করে নেয়ার চেষ্টা করেছি।
Friends, I hope everyone is healthy and well.
Today I will share with you another video of Bashundhara City Shopping Mall. Because many of us may have just heard about Bashundhara City Shopping Mall, one of the largest shopping centers in Bangladesh. But what does it look like inside, or what is the location of the shops inside? I have tried to share it.
আশি আশা করছি আমার আজকের ভিডিওটি এবং বসুন্ধরা শপিং মলের ভিতরের দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। আরো আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করবেন।
I hope you enjoy my video today and the scenes inside Bashundhara Shopping Mall. I hope you will share your feelings with me after watching the video.
Thanks all for watching.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
▶️ 3Speak
প্রথমে আপনার পিছনে গাছগুলো দেখে ভাবলাম কোন আরব দেশের শপিং কমপ্লেক্সে আছেন কিনা! পরে বুঝতে পারলাম আপনি বাংলাদেশের অন্যতম সেরা শপিং কমপ্লেক্সে আছেন।শপিং কমপ্লেস এর ভেতরের দৃশ্য সত্যিই অসাধারণ বিশেষ করে গাছগুলোর দৃশ্য চোখে পড়ার মতো। ম্যাক্সিমাম টাইমই জেন্টস ফ্লোরে ভিডিও ধারণ করেছেন। ভাবছিলাম লেডিস ফ্লোরটাও ঘুরে দেখাবেন। তা আর হলো না।হা হা হা। যাইহোক অসাধারণ ভাবে সম্পন্ন ভিডিওটি ধারণ করেছেন এবং বাংলাদেশের অন্যতম সেরা শপিং মল বসুন্ধরা সিটির দৃশ্য সমগ্র বিশ্বের নিকট তুলে ধরেছেন। ধন্যবাদ।
হা হা হা ভাই ভালো বলছেন, প্রথম প্রথম যারা দেখবে সবাই সেটাই ভাবভে।
জ্বী ভাই সেরা শপিং কমপ্লেক্স এর মাঝে এটি অন্যতম একটি, আর ভিতরের দৃশ্যগুলো সত্যি বেশ চমৎকার এবং সাজানো। আমার কাছে ভালো লেগেছে, ভিন্ন এক অনুভূতি কাজ করেছে ভিতরে যাওয়ার পর।
Looks really great, would love to see a cinematic vlog on the complex too :) Thanks for introducing us with the amazing mall over there in Bangladesh, looks really quite great.
Lovely vlog bro !
জ্বী ভাই অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য,
আর সিনেমাটিক ভিডিও, যদিও আমি এখনো এই ধরনের কিছু তৈরী করি নাই, তবে চেষ্টা করে দেখবো।
Jodio onek bar jawa hoieyche,,,kintu kintu apnar video atotai valo laglo j mone holo jawai hoiniy,,,asole boshundhora shopping complex eto tai gorgeous j protibar e new new lage,,, video or maddhome onek kichui dekhte pelam,,,enjoy korlam video ti dhonnobad apnake video ta share Korar jonno....
Hmmm eta ami jani apnara bohu bar shekhane gesen, tobe aida jani na ki ki shopping korsen.
beautiful journey to Bashundhara Shopping , and man dress shop, every corner of the mall is looking very nice, and back ground music made the video taste more interesting, stay happy and dear stay health, thank for sharing your area this beautiful shoping mall, i liked it
Yes brother, you are right it wat a great and enjoyable journey for me, cuz on trip my family also with me that is why we enjoy everything's.
Thanks for your wonderful response.
The shopping mall looks awesome in the video. I was thinking one thing while I was watching your video. Are you all by yourself in the shopping mall or is there someone beside you? :)
জ্বী ভাই আমি শুধু নিজের দৃশ্যগুলোই শেয়ার করেছি, আমার সাথে যারা ছিলো তারা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি ছিলো না, হি হি হি
bah khub sundor hoyese video ti.
vaiya mone hoy onk beshi jawa hoy!!! jai hok abaro dekhe khub jete icche korce amr kokhonoi jawa hoy ni, apnar video ti dekhe eiber asolei jete icche korce. thank you vaiya share korar jonno.
Bap re bap, eid na tarpor o ato manush, kono special occasion chilo naki? Apni dekhi khub sundor kore level ghure ghure dekhalen, kotodin por dekhlam. Ta vai apni to cheledr kapor er dokane ghurlen, aktu saree r dokan o ghure dekhaiten, ami joty r saree dekhtam :P
অনেক সুন্দর ভাই আবারো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলেন এবং আসলেই শপিংমল টা অনেক সুন্দর আমি জানতাম না যে আমাদের বাংলাদেশেও এমন শপিংমল আছে কারণ বাংলাদেশে কখনো শপিং মলের যাওয়া হয় নাই আসলে বাংলাদেশে থাকলে আমি বা কয়দিন অনেক ভালো লাগলো আপনার ভিডিওটি
Vai 3 dine Bashundhara shopping mol er to anachekanache sob dekha hoie gelo 🤔😜 apnr video r madhome. Jaihok vai apni last Friday apni dekci sara din sekhane katiecn apnr video dekhe tai bujte parlam. 3 part banaie felcn ki kotha ki vai. Vaba jay 😜😜😜😜
Thanks pura shopping mol ta dekhanor jnno.
ভাই বসুন্ধরা শপিংমল আসলে বাংলাদেশের অন্যতম একটি শপিং মল। এখন করোনার মধ্যে এত লোকের সমাগম। খুবই ভালো লাগলো ভাই আপনার ভিডিওটি। ধন্যবাদ কিছু আনন্দঘন মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।