ভাই শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বাংলায় ভিডিও তৈরী করার জন্য।
জ্বী এটা সত্য যে থ্রিস্পিকে বাংলাদেশীদের এখনো কোন অবস্থান তৈরী হয় নাই, আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
দেখেন আমরা যারা থ্রিস্পিক থেকে সাপোর্ট পাচ্ছি তারা শুধুমাত্র ব্যক্তি পরিচয়ে এবং নিজেদের দক্ষতার কারনেই কমিউনিটি থেকে সাপোর্ট পাচ্ছি কিন্তু বাকিরা, তারা সাপোর্ট পেতে ব্যর্থ হচ্ছে।
সুতরাং আমরা যদি বাংলাদেশী থ্রিস্পিক ব্যবহারকারীদের এক্যবদ্ধ করতে পারি এবং নিজেদের মাঝে এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারি, তাহলে সকলের সাপোর্ট নিশ্চিত করা আমাদের জন্য সহজ হবে। শুধুমাত্র এই কারনে আমি চাইছি বাংলাদেশী সকল ব্যবহারকারী বাংলায় সুন্দর করে ভিডিও তৈরী করুক, উপস্থাপনায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করুক। ইনশাআল্লাহ আমরা ভালো সাপোর্ট পাবো।
হ্যাংআউট এর বিষয়টি সুন্দর করে উপস্থাপন করার জন্য আন্তরিক ধন্যবাদ।
You are viewing a single comment's thread from:
আপনি সত্য কথা বলেছেন ভাই, কিন্তু, আমরা জে বিচ্ছিন্ন ভাবে কাজ করি এটাও আমাদেরই কারনে। আমরা আসলে নিজের ভালো টা কম বুঝি , অথবা আমাদের বুঝতে দেয়া হয় না। জাই হোক৷ দেড়িতে হলেও আপনি একটা মহত, উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর, ইনশাআল্লাহ আপনারা জদি আমায় মেন্টাল সাপোর্ট দেন, আমি আরো ভালো কাজ করে দেখাতে পারবো।