শুরুটা ভালো ছিলো আমার দৃষ্টিতে কিন্তু শেষের অংশগুলো না, কারন খেলোয়াড়রা খুব বেশী দক্ষতা দেখাতে পারে নাই। যেহেতু আমি প্রচুর ব্যাডমিন্টন খেলা দেখি, ব্যাডমিন্টন ফেডারেশনে চাকুরীর সুবাধে, সেহেতু ভিডিওটিতে দেখানো খেলার অংশ আমার কাছে খুব বেশী আকর্ষনীয় মনে হয় নাই, তবুও ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে মামা আমি শুধু আমাদের খেলাগুলো ই দেখাইছি।আর ভাল ম্যাচ ও হইছে কিন্তু সবগুলো তো আর দেওয়া সম্ভব না। যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। আর ওইখানে আমদের দলগুলো ছিল সব থেকে নরমাল।কারন আমরা প্রাক্টিস করি শুধু শীত এর সিজন। আর ওরা সারা বছর প্রাক্টিস করে।তো সেই হিসাবে আমাদের খেলার অবস্থা ভাল না।
আচ্ছা তাই বলেন, তবে ভালো খেলার কিছু অংশ শেয়ার করা উচিত ছিলো, কারন ভিডিওটি শুধু বাংলাদেশীরা না বরং পুরো পৃথিবী দেখবে।