You are viewing a single comment's thread from:

RE: How you will promote Hive knowing that Crypto is not legal in Bangladesh || Share your Ideas

অনেক কঠিন একটি প্রশ্ন ছুড়ে ফেলেছেন আপনি সকল বাংলাদেশী ইউজারদের ক্ষেত্রে এবং যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রে কারণ আমরা সবাই জানে বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি একেবারেই নিষিদ্ধ।

সেটার মূল কারণ আমি মনে করি পলিটিক্স এই পলিটিক্স এর জন্যই আজকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সকল ধরনের ক্রিপ্টোকারেন্সি কে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে যে কী কারণে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি কে নিষিদ্ধ এবং অনেকেই ভালো ভালো কিছু কথা বলেছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের #hive প্রমোট করলে হয়তো সেখান থেকে কিছু ইউজার আসতে পারে কিন্তু এটা যে শুধুমাত্র বাংলাদেশি ইউজার আসবে সেটা নয়,,

এক্ষেত্রে দেখা যাবে আমাদের এই প্লাটফর্মে অনেক ধরনের ইউজার আসতে পারবে।আমার মতে যতদিন পর্যন্ত বাংলাদেশের পলিটিক্স থেকে না হবে যতদিন পর্যন্ত ঘুষখোর নেতারা তাদের সিট না ছাড়বে ততদিন পর্যন্ত প্রমোট করা বাংলাদেশ একেবারেই অসম্ভব।