শুভ শুক্রবার বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো। আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে।
তো বন্ধুরা আজ শুক্রবার, আমাদের দেশের সাপ্তাহিক ছুটির একটি দিন।তো যথারীতি আজকেও গ্রামের বাড়িতে আছি।আজকে সকালে আমি গ্রামের প্রকৃতির মাঝে কিছু সময় কাটিয়েছি।আজকে এক ভিন্ন রকম প্রকৃতির মাঝে সময় কাটিয়েছি।আজকে গ্রামের পুরাতন জায়গায় গিয়েছিলাম, গ্রামের পুরাতন জায়গায় প্রকৃতি ভিন্নভাবে দেখা যায়।যেহেতু আমাদের দেশ গ্রাম্য প্রধান দেশ তাই আমাদের দেশের গ্রামাঞ্চলের ভিতরে প্রকৃতি বিভিন্নভাবে সেজে থাকে।আমি সবসময় আপনাদের গ্রামের প্রকৃতি দেখানোর চেষ্টা করি।
তো গ্রামে বিভিন্ন রকমের জায়গা ও প্রকৃতি দেখা যায়।গ্রামে কৃষিজমির মাঝে সুন্দর প্রকৃতি দেখা যায়, অনেক রকমের বাগান দেখা যায়।আবার অনেক এমন পুরাতন জায়গা দেখা যায়।যদিও পুরাতন তবু সেখানে নিরিবিলি পরিবেশ রয়েছে, সময় কাটানোর জন্য মুক্ত পরিবেশ রয়েছে, পাখির ডাক শুনে সময় উপভোগ করা যায়।আপনারাও জানেন আমাদের দেশের গ্রামের প্রকৃতি ভিন্নভাবে সেজে থাকে।আর আমি সবসময় গ্রামের প্রকৃতির মাঝে সময় কাটাতে, প্রকৃতির মাঝে হাঁটতে পছন্দ করি।
যেমন আজ শুক্রবার সকালে আমি গ্রামের পুরাতন এক জায়গায় কিছু সময় কাটিয়েছি।সেখানে আমি কিছুক্ষন হেঁটেছি, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি।সেখানে আমি সুন্দর সব পাখির শব্দ শুনতে পেয়েছি।পুরাতন সেই জায়গায় অনেক সবুজ গাছগাছালি ছিল, উঁচু-নিচু মাটি ছিল, মাটির গর্ত ছিল।পুরাতন বাঁশঝাড় ইত্যাদি ছিল।গ্রামের পুরাতন সেই জায়গার প্রকৃতি আমি খুবই উপভোগ করেছি।
সেখানে সময় কাটানোর সময় আমি একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।আপনি যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে আমাদের দেশের গ্রামের আরো কিছু সুন্দর জায়গা ও প্রকৃতি দেখতে পাবেন।আশাকরি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।
Thank you
@mdaminulislam
▶️ 3Speak
Friday akta pure din jetake amra pobitro bole thaki and aii din asole niribili thakte sobai besi like kore. Apni khub valo akta kaj korechen, gram er niribili alaka te nijer time spend kortechen. Amio sometimes same kaj e kori, valo lage...
গ্রামের দৃশ্য সত্যিই অসাধারণ। নির্জন কোন জায়গায় সময় কাটানোর মজাই আলাদা। তবে আমার কাছে প্রতিদিনই শুক্রবার মনে হয়। কারণ প্রতিদিনই আমার ছুটি তাই আলদা তেমন একটি ফিলিংস আসে না। তবে হ্যাঁ আমি প্রতিদিনই গ্রামের নিরিবিলি পরিবেশে থাকতে এবং ঘুরে আসতে পছন্দ করি। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনি ও গ্রামের প্রকৃতি তুলে ধরেন। ধন্যবাদ।
Vai first drissho ta ektu vinno legese, mone hocche boro gachttir shikor alaga hoye gese mati hote.
Jaygati niribili holeo amar kache valo legese.
Friday manei alada vabe somoy katanor sujok.r village e somoy katanor sujok to kokonoi hat cara kora jay na.amra jara sohore thaki tara asolei village er ei boribes gula enjoy kori.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community. Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
sobuje sobuje amader desh onek sundor, apnar gram ta o onek sundor , dhonnobad vai apnake ato monorom ekta drisso dekhanor jonno
আমরা সবাই জানি আপনি ন্যাচারাল এর সাথে মিশে থাকতে অনেক বেশি ভালোবাসেন যার জন্য আপনার ভিডিওতে সব সময় আমাদের দেশের সবুজ শ্যামল জায়গাগুলো আপনি তুলে ধরেন ঠিক তেমনটাই আজকের ভিডিও আসলে অনেক ভালো লাগলো