নাম অজানা ফল

in CCH2 months ago
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা আপনাদের মাঝে উপস্থাপনা করতে চলছি নাম অজানা ফলের ফটোগ্রাফিও এই ফল সম্পর্কে কিছু তথ্য।

এই ফলটি আমার দেখা সর্বপ্রথম আমি এর আগে এর ফলটি কখনো খাই নাই এই দেখতে বেশ লভনীয় লাগছে এর নাম জানতে বললে হয়তোবা আরো ভালো লাগতো আমাদের কোম্পানিতে এই গাছ অনেক আগে লাগিয়েছে আমাদের সুপারভাইজার।

IMG_20241108_090423.jpg

আমি তাদের কাজ জিজ্ঞাসা করে নিলাম যে এই ফলের নাম কি তখন চাইনিজ ভাষায় সে আমাকে নামটা বলল তবে আমি তার কথা খুব একটা ভালো বুঝতে পারি নাই। তবে এটা বুঝতে পারছি যে এর ফলে বিভিন্ন উপকারিতা রয়েছে।

IMG_20241108_090417.jpg

এই ফলকে খাওয়ার ফলে নাকি ক্যান্সার রোগ সেই সাথে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের রাখে এই ফলটি বছরে ১২ মাস হয়ে থাকে। এই ফলের ফুলগুলো দেখতে বেশ সুন্দর এর আগেও হয়তোবা এই ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে উপস্থাপনা করেছিলাম।

IMG_20241108_090414_1.jpg

ফুল থেকে ফল হওয়ার প্রসেসটা ভিন্নরকম এই ফুল যখন ফোটে তখন পুরুষ ফুল উঠিয়ে পরাগায়ন করতে হয় তা না হলে এই ফল ধরে না কাঁচা অবস্থায় এই ফল সবুজ হয়ে থাকে আস্তে আস্তে হলুদ এবং সর্বশেষ কালারটি গিয়ে দাঁড়াই টকটকে লাল।

IMG_20241108_090430.jpg

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা নাম অজানা এই ফলের ফটোগ্রাফি এবং ফুলের ছবি আপনাদের কাছে উপস্থাপনা করেছি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।