বিড়ালের ফটোগ্রাফি

in CCH2 months ago

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো বিড়ালের ফটোগ্রাফি।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed

বিড়াল অত্যন্ত শান্ত সৃষ্ট একটি প্রাণী মালয়েশিয়াতে প্রায় প্রতিটা বাড়িতেই বিড়াল পোষে থাকে এছাড়াও বিড়াল মানুষের খুব কাছে থাকতে পছন্দ করে। বিভিন্ন ধরনের বিড়াল আমরা দেখতে পাই সাদা কালো বাদামী। তবে আজকে যে বিড়াল ের ফটোগ্রাফি করছি এটা হল এস কালার।

খুব সকালে হালকা হালকা ঠান্ডা পড়ছিল আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সামনে পড়লো খুব সুন্দর একটি বিড়াল বসে বসে কে যেন করছে তার কাছে যেতে না যেতেই সে আমার কাছে ছুটি আসলো । সকালে ঠান্ডা পড়ছে এইজন্য বিড়ালের গায়ের লোমগুলো ছাড়িয়ে আছে সাজারুর মত।

সে আমার কাছে আমার গায়ের গরম নিজে ছাড়ছিল তবে আমার ততটা সময় ছিল না তাকে সময় দেওয়ার কিছু সময় তার সাথে খেলা করি। কিছুক্ষণ পরে ওখান থেকে বিড়ালটি চলে যায় তবে যাওয়ার সময় আমার পিছন থেকে ঘুরে তারপর তার ঘরে যাচ্ছিল।

এটা অন্য আরেকজনের পোষা বেড়াল রাস্তার পাশেই সকালে একটু হাঁটাহাঁটি করছিল এমন সময় আমি ফটোগ্রাফি কালেকশন করেছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমার ওঠানো বিড়ালের এই ফটোগ্রাফি গুলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।