(Fall afternoon cloudy sky.)পড়ন্ত বিকাল মেঘলা আকাশ।

in CCH2 months ago (edited)

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ গ্রীষ্মকাল ছেড়ে শীতের আবহাওয়া হানা দিচ্ছে তাইতো যে ঘন ঘন বৃষ্টি। বৃষ্টির সময় মেঘলা আকাশ দেখতে কার কার ভালো লাগে।

IMG_20241113_171736-01.jpeg ছবিটা এডিট করার পর পরিবর্তন

মেঘলা আকাশ মানেই যে কালো রঙ্গের আভাস দেয় কালো রং অনেকেরই পছন্দের নয় তবে মেঘলা আকাশের মাঝেও সাদা মেঘ যখন খন্দ খন্ড আকারে জমা হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে তবে যদি এটা বিকালবেলা হয় তাহলে আরো বেশি সুন্দর লাগে।
অরজিনাল ছবি

IMG_20241113_171736.jpg অরজিনার ছবি।

সূর্য অস্ত্র যাওয়ার সময় কিছুটা বৃষ্টি কমছে মালয়েশিয়াতে আর তখনই এই আকাশের ছবি আমি আমার ফোনের ক্যামেরায় ধারণ করছি বৃষ্টির পরে থমথমা আকার দেখতে অনেকটাই গম্ভেরি লাগে কেননা। আকাশের সাথে মানুষের মনের কিছুটা কালেকশন রয়েছে।

IMG_20241113_171748.jpg

IMG_20241113_171804.jpg

IMG_20241113_171846.jpg

IMG_20241113_171848.jpg

গম্ভীর আকাশ তেমনি ভাবেই মানুষের মনটাও গম্ভীর হয়ে যায় আবার অনেক সময় আকাশের সুন্দর সিনারি বাতাসে ভেসে বেড়াই তখন মানুষের মনটা ফুরফুরা হয়ে ওঠে এটা এক অবিশ্বাস্য জগৎ যেখানে মানুষের কল্পনার সাথে তুলনা করলে শেষ হবে না।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed
মানুষের মনের সাথে আকাশের কালেকশন কি এটা হয়তো বা আমরা অনেকেই জানিনা এটা নিয়ে গবেষণার কিছু বিষয় রয়েছে আমি খেয়াল করে দেখছি যখন ঢলমলের রোদ এবং সাথে হালকা বাতাস বয় তখন মানুষের মনটাও ঝলমল করে।

যাইহোক বৃষ্টির দিনের শেষ বিকালের কিছু স্মৃতি ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দী করে নিজের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন তাই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।