অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
ছবিটা এডিট করার পর পরিবর্তন
মেঘলা আকাশ মানেই যে কালো রঙ্গের আভাস দেয় কালো রং অনেকেরই পছন্দের নয় তবে মেঘলা আকাশের মাঝেও সাদা মেঘ যখন খন্দ খন্ড আকারে জমা হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে তবে যদি এটা বিকালবেলা হয় তাহলে আরো বেশি সুন্দর লাগে।
অরজিনাল ছবি
![]() |
---|
সূর্য অস্ত্র যাওয়ার সময় কিছুটা বৃষ্টি কমছে মালয়েশিয়াতে আর তখনই এই আকাশের ছবি আমি আমার ফোনের ক্যামেরায় ধারণ করছি বৃষ্টির পরে থমথমা আকার দেখতে অনেকটাই গম্ভেরি লাগে কেননা। আকাশের সাথে মানুষের মনের কিছুটা কালেকশন রয়েছে।
গম্ভীর আকাশ তেমনি ভাবেই মানুষের মনটাও গম্ভীর হয়ে যায় আবার অনেক সময় আকাশের সুন্দর সিনারি বাতাসে ভেসে বেড়াই তখন মানুষের মনটা ফুরফুরা হয়ে ওঠে এটা এক অবিশ্বাস্য জগৎ যেখানে মানুষের কল্পনার সাথে তুলনা করলে শেষ হবে না।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
মানুষের মনের সাথে আকাশের কালেকশন কি এটা হয়তো বা আমরা অনেকেই জানিনা এটা নিয়ে গবেষণার কিছু বিষয় রয়েছে আমি খেয়াল করে দেখছি যখন ঢলমলের রোদ এবং সাথে হালকা বাতাস বয় তখন মানুষের মনটাও ঝলমল করে।https://w3w.co/mice.period.roofed
যাইহোক বৃষ্টির দিনের শেষ বিকালের কিছু স্মৃতি ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দী করে নিজের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন তাই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।