নতুন ক্যান্টিনে খাওয়ার আয়োজন।

in CCH3 months ago

অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আমি মালয়েশিয়াতে থেকে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল আপনাদের কাছে উপস্থাপনা করি আজকে মনে হল এ বিষয়টা আপনাদের কাছে একটু ভাগ করে নেওয়া যাক।

IMG_20241105_105740.jpg

মালয়েশিয়াতে আমি কি আর কোম্পানিতে জব করি সে কোম্পানি আমাদের জন্য নতুন ক্যাম্পিং তৈরি করেছে সেখানে প্রত্যেক মাসে বিভিন্ন রকমের খাদ্য খাবার দিবে বলেছিল এখন সেগুলো বাস্তবায়ন শুরু হয়েছে।

IMG_20241105_105659.jpg

আজ সকালে এসে দেখি ২-৩টিন বিস্কুট যার মূল্য ৫০ রিঙ্গিতেরও বেশি আমাদের জন্য কিনে নিয়ে এসেছে সকালের নাস্তা হিসেবে আমাদেরকে খেতে বলছে খুব সকাল থেকেই কাজ করতে হয় এজন্য বিস্কুট দিয়েছে।

IMG_20241105_105708.jpg

সেই সাথে আরো রয়েছে তিন আইটেমের কফি ও কি ব্যাগ অর্থাৎ লাল চা কোম্পানিতে অন্যান্য সুযোগ সুবিধা ও বেশ ভালই ভালো লাগে এমন কোম্পানিতে কাজ করতে কেননা যে কোম্পানি ওয়ার্কারদের যত্ন নেয় সে কোম্পানি উন্নত হতে বেশিদিন লাগে না।

IMG_20241105_105712.jpg

প্রতিটা কম্পানি যদি ওয়ার্কারদের প্রতি এমন খোজ খবর নাই তো তাহলে হয়তোবা কোন দরকারের কমপ্লেন থাকতো না কোম্পানির মাহাজনের প্রতি তারা আমাদের দিয়ে কোটি কোটি বিলিয়ন দলের মালিক হচ্ছে সেটা বড় কথা নয় তারা যদি আমাদের দিকে একটু খেয়াল করে তাহলে কিন্তু আমরা অনেক হ্যাপি থাকি।

IMG_20241105_105731.jpg

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

তো বন্ধুরা মনের অনুভূতিগুলো আপনাদের কাছে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।