অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
Photography
আজ খুব সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হয়েছিলাম আর তখনই রাস্তার পাশেই দেখানো হোক পাতাবিহীন একটি মোড়ের গোলাপ ফুলের গাছ সেখানে পাতা ছাড়াই এই গাছটিতে বেশ কিছু ফুল ফুটতে দেখি যে কেউ প্রথম চান্সে দেখলে সবাই মনে করবে শুকনা গাছে কিভাবে ফুল ধরল।
এই গাছের পাতা সবগুলো ঝরে গিয়ে তার ডালের ডোগায় ডোগায় লাল রঙের ফুল ধরছে ফুলগুলো আকারে ততটা বড় নয় মিডিয়াম সাইজ এই জন্যই দেখতে ভারী সুন্দর লাগে।
বিশেষ করে শিশির ভেজা এই মরুর গোলাপ গুলো যে দেখবে তার পছন্দ হয়ে যাবে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ততটা ভালো নাই তবে রাস্তার সাইডে পরিত্যক্ত জায়গায় এমন সুন্দর ফুল ফুটে রয়েছে সেটা দেখেই তো সকালে মুগ্ধ হয়েছি।
খুব সকালে প্রকৃতির মাঝে কিছু সময় ঘোরাঘুরি করতে কারনা ভালো লাগে বলেন সকালে সূর্যোদয়ের আগে ছবিগুলো উঠেছি তাই ছবি উঠানোর সময় খুব বেশি আলো ছিল না ফোনের ক্যামেরার রেঞ্জ বাড়িয়ে ছবিগুলো উঠেছি।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
মরুর গোলাপ ফুলের ছবির পিছনে লাগজারি একটি কালো গাড়ি পারকিং করা ফুলের সাথে গাড়ির কমিউনিকেশন তাই ফটোগ্রাফি সুন্দর ফুটে উঠেছে। বন্ধুরা এই ছিল মরুর গোলাপ ফুলের ফটোগ্রাফি সম্পর্কে আজকের আর্টিকেল ফুল কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন। https://w3w.co/mice.period.roofed
Flowers without leaves are used to make a beautiful mike. The flower photography you have shared with us is incredibly beautiful.
Discord Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en
Thank you so much for supporting me ❤️