প্রতিদিনের মতো আজও সকালে ফরজের নামাজ পড়ে আবারো কিছু সময় ঘুমাই ৮:৪৫ মিনিটে ঘুম থেকে উঠে তারপর হালকা নাস্তা করি। এরপর আমি বাড়ির কিছু কাজের প্রস্তুতি নেই কিছুদিন ধরে অনেক ব্যস্ত তাই প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে কাজের কাছে তার কারণে আপনাদের মাঝে ঠিকমত কোন পোস্ট শেয়ার করতে পারছি না আজকে কিছু অবসর সময় লিখতে বসেছি।
বাড়িতে কিছু টাইলস লাগানোর জন্য টাইস কেনাকাটাও টাইলস মিস্ত্রি দেখার মধ্য দিয়ে দিন পার হচ্ছে আব্বু আর আমি দুজনের টাইলস কিনতে যাই আব্বুর পছন্দ মতোই তিন ধরনের টাইস কেনা হয় আর আমার পছন্দই দুই ধরনের তাই কিনেছি।
এইটা এইগুলো আজকে কিছুটা লাগিয়েছে আর তখনই দুপুর ২ টার দিকে আমি এই ছবিগুলো সংগ্রহ করছি আপনাদের কাছে কেমন লাগছে এই ঘরের টাইচ কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো বন্ধুরা সম্পূর্ণ টাইচ লাগানো হলে পরবর্তীতে আপনাদের কাছে আরো ভালোভাবে তুলে ধরবো আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।