বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা।
আমি @rasel72. #বাংলাদেশ থেকে।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে খুব সহজে আনারস তৈরি করে দেখাব। চলুন শুরু করি-
ক্লে দিয়ে আনারস তৈরি।
উপকরণ:- |
---|
১. বিভিন্ন কালার ক্লে। |
২. কাঠি। |
প্রথম ধাপ:-
প্রথমে আমি তিনটা কালার ক্লে নিয়ে নিলাম। হলুদ, কমলা আর সবুজ৷
দ্বিতীয় ধাপ:-
এবার কিছুটা হলুদ আর কমলা কালার ক্লে এক সাথে করে মিশিয়ে নিয়ে নতুন একটা কালার ক্লে বানিয়ে নিলাম। তারপর সেটাকে আনারসের একটা আকৃতি দিয়ে দিলাম।
তৃতীয় ধাপ :-
এবার একটা কাঠির সাহায্যে আনারসের গায়ে যেভাবে দাগ থাকে আড়াআড়ি ভাবে দাগ দিয়ে দিলাম।
চতুর্থ ধাপ:-
এবার সবুজ কালার ক্লে দিয়ে পাতাগুলো তৈরি করে নিলাম।
পঞ্চম ধাপ :-
এবার পাতাগুলো আনারসের বডির সাথে লাগিয়ে দিলাম। নিচের দিকেও দুইটা পাতা এবং মাঝে কিছু কাঠ কালার ক্লে লাগিয়ে দিয়েছিলাম।
তৈরি হয়ে গেল ক্লে দিয়ে খুব সহজেই আনারস তৈরি। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসলে আমি শুধু চেষ্টটা করেছি। চেষ্টটা করলে আমরা সবাই নতুন নতুন জিনিস বানিয়ে ফেলতে পারব। আজকে এই পর্যন্তই। সবাই সঙ্গেই থাকুন আবার দেখা হবে।