বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
হ্যালো আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুরা।
আমি @rasel72. #বাংলাদেশ থেকে।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু ফটোগ্রাফি শেয়ার করব৷ চলুন শুরু করি-
- প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো রাতের সময় তোলা।একদিন বাজার থেকে আসতে বেশ রাত হয়ে গিয়েছিল। হাটতে হাঁটতে ব্রীজ পার হচ্ছিলাম। তখন আকাশের দিকে তাকিয়ে দেখি আজকে আকাশটা যেন একটু অন্য রকম সুন্দর লাগতেছিল। সামনের দিক থেকে গাড়ীর লাইটের আলোতে ক্যামেরায় যেন ছবিটা ভিন্ন ধরনের চিত্র ফুটে উঠে। যার ফলে আপনাদের সাথে শেয়ার করলাম।
- এবার চলুন দ্বিতীয় ছবিতে যাওয়া যাক। জীবনে কত স্টাইলের ফল, মানুষ, জীব জন্তু দৃশ্য ছবি দেখলাম। তা বলার বাইরে। মুলার চাষ যখন কৃষকরা মন দিয়ে করতেছিল। তখন আমি বাড়ীতেই ছিলাম। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার আব্বু মাঠ থেকে কয়েকটা মুলা তুলে আনছে। তার মধ্যে দুইটা মুলার সাইজ এবং দেখতে যেন একটু অদ্ভুত আকৃতির। অনেকটা মানুষের কোনে অংশের সাথে মিশে যায়। সৃষ্টিকর্তার কি সৃষ্টি। তিনি চাইলে সব কিছুই সম্ভব।আমি আমার ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম৷ তারই মধ্যে একটা হলো এই ছবিটা।
- তৃতীয় ছবিতে যাওয়া যাক। এটা হলো মুরগি যখন খাবার খায় তখকার দৃশ্য। আমাদের বাড়ীতে বেশি মুরগি নাই। এই তিনটায়। আমার মায়ের মুরগি পালন করা খুব শখ। কিন্তু দুঃখের বিষয় হলো যতবার মুরগি পালন করতে যায়, হয় মারা যায় না হর শিয়ালে খেয়ে নেয়। যার ফলে কোন দিনই দুই তিনটার বেশি মুরগি আমাদের বাড়ীতে তৈরি হয় না। তারপরও আমার মা মুরগি পালন করেই যায়।তার স্বপ্ন একদিন মুরগি বেশি হবেই।
- চতুর্থ ছবিতে আসি। আসলে কত জায়গায় যে ফটোগ্রাফি করতে মন চায় কি বলব। এটা রান্না করার সময় তুলেছিলাম। যখন আগুন দাও দাও করে জ্বলতে থাকে তখন দৃশ্যটা যেন একটু ভিন্ন ধরনেরই হয়ে থাকে। এজন্য ক্যামেরা বন্দি করে রাখছিলাম। আপনাদের সাথে শেয়ার করলাম।
![]() | ![]() |
---|
- পরের ছবিতে আসি। এটা হলো হাতির ছবি। হাতি আমরা সবাই চিনি। আমাদের এলাকতে সচারাচর হাতি দেখা যায় না। তবে শহরগুলোতে মাঝে মাঝে হাতি দিয়ে টাকা আদায় করতে দেখা যায়। বাড়ীতে থাকতে হঠাৎ একদিন বাজার থেকে যাওয়ার সময় যখন ব্রীজ পার হচ্ছিলাম তখন দেখি বিশাল আকৃতির একটা হাতি। তার পিঠের উপর তার মালিক। একটা মটর সাইকেলের লোককে থামিয়ে টাকা আদায় করতেছে। আমি দূর থেকে দাড়িয়ে দেখতেছিলাম এবং ছবি তুললাম।
- আমরা অনেকেই আছি পান খেতে খুব পছন্দ করি। আমার যদিও ভালো লাগে না। পান খেলে মাথা ঘুরে। তবে বাড়ীর জন্য মাঝে মাঝে বাজার থেকে পান কেনা লাগে। বাজারে গেলে দেখতে পাবেন ছবির মতো খুব সুন্দর ভাবে পানগুলো সাজিয়ে রাখা হয়৷ দেখতে অনেক সুন্দর লাগে। এরপর সেখান থেকে গোছা ধরে তুলে বিক্রি করে। ছবিটা পান কিনতে গিয়ে তুলেছিলাম।
আজকের পোষ্টটা এই পর্যন্তই।আজকে আপনাদের সাথে আমার কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদেট সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।