হাই বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু অপরিচিত ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যেগুলো আমি আগে কখনও দেখি নাই। প্রথমবার দেখাতেই ছবি তুলেছিলাম। চলুন শুরু করি-
কিছু দিন আগে আমি নীলফামারী জেলাতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যখন তিস্তা ব্যারাজ দেখতে গেলাম। তেখন সেখান সাইনবোর্ডের চারিদিক দিয়ে দেখি এক ধরনের ফুলেট ফুলের গাছ লাগান। দেখলো ফুলগুলো ছোট ছোট থোপা থোপা হয়। কালারটা বেশ সুন্দর । আমার কাছে অনেক ভালো লাগছিল। গাছগুলো বেশ লম্বা হয়। প্রায় তিন ফুটের মতো। প্রচন্ড রোদের কারণে ছবিগুলোও ঠিক ঠাক তুলতে পারতেছিলাম না। তারপরও নতুন যেহেতু এটা আমার কাছে এজন্য কয়েকটা ছবি তুলে নিলাম। গাছে আবার গোল গোল সবুজ এক ধরনের ফলও হয়। সেটা থেকে পরে ফুল হয়।
ফুলের কালার গুলো পিংক কালারের। বিশেষ করে এই কালারটা মেয়েদের বেশি পছন্দ। মজার বিষয় হলো। একটা থোপার ফুলেই কয়েকটা রঙের ফুল ফুটে থাকে। যার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে ফুলটা একদম নতুন৷ আমি এর নামটাও জানি না। এজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের যদি কারুর নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।
This flower you have imagined blooms beautifully in my country and I have shared it through my photography, but the photography you captured is much more beautiful and interesting to me. Best wishes, love to you and stay healthy.
Thank you
Beautiful group of flowers
Thank you