বাঁশ গাছের ফটোগ্রাফি

in CCHlast year (edited)

হ্যালো বন্ধুরা,

তো চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে, আমি আশা করি প্রতিদিনের মতন আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20230707_111429.jpg

আজকে যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা একদম নতুন একটি ফটোগ্রাফি।

এ ফটোগ্রাফিটি হলো বাঁশ গাছের মূল যখন ছোট্ট থেকে বাড়িতে ছয় তখন দেখতে কেমন লাগে সেই সময়কার গাছের আকৃতি কেমন থাকে সেই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছে।

IMG_20230707_111628.jpg

IMG_20230707_111627.jpg

IMG_20230707_111535.jpg

IMG_20230707_111534.jpg

IMG_20230707_111430.jpg

আমি এই ফটোগ্রাফি গুলো আমার মোবাইলে মাধ্যমে উঠেছি, উঠানো হয়েছে আমার বাড়ির পাশ থেকে বাঁশ বাগানের ভিতর থেকে যখন আমি বাঁশবাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম।

তখন দেখি বাড়ির কাছে ছোট ছোট গাছ হচ্ছে এখানে আমি মনে করলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা যায় এর কারণে আমি কিছু ফটোগ্রাফি নেই এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দেবেন।