The Quality Of The Food In The Local Hotel Outside [ENG/BAN]

in Foodies Bee Hive4 years ago

Hello friends,
how are you all, i hope you are well.

The Quality Of The Food In The Local Hotel Outside.
After many days I went for a walk with my husband , I feel very hungry while traveling , On the way from there we look for a hotel , We find a hotel to search and we enter that hotel , Then we see there are many kinds of local food , I like mash a lot , There are many types of Chutney , I was very greedy and I ordered food with a lot of Chutney , The food quality was good , But the price was a high , Today I will talk to you about the local food of the hotel and show it in the picture .

অনেক দিন পর আমি আমার স্বামীর সাথে বেড়াতে যাই , বেড়াতে গিয়ে আমার অনেক খিদা লাগে , সেখান থেকে আসার পথে আমরা একটি হোটেলের সন্ধান করি ,খুঁজতে খুঁজতে একটি হোটেল পাই এবং সেই হোটেলে আমরা প্রবেশ করি , তখন আমরা দেখতে পাই অনেক রকমের লোকাল খাবার রয়েছে সেখানে , আমি ভর্তা অনেক পছন্দ করি , সেখানে অনেক রকমের ভর্তা রয়েছে , আমার অনেক লোভ হলো এবং আমি অনেকরকমের ভর্তা দিয়ে খাবার অর্ডার করলাম , খাবারের মান ভালো ছিল , কিন্তু দাম একটি বেশি ছিল , আমি আজকে আপনাদের সাথে হোটেলের লোকান খাবার গুলো সম্পর্কে বলবো ও ছবিতে দেখাবো।

IMG20210317193706.jpg

IMG20210317193703.jpg

The fish are fresh and formalin free as the river is very close here , So the food tastes good , There is shrimp stuffed here , Mashed potatoes and dried mashed potatoes , I like to eat these foods a lot , I like the food of this hotel very much , I have never been to this place before , This is my first hope , However, I was very hungry, so maybe I like these local foods a lot , There are many more types of food .

এখানে নদী অনেক কাছে বলে এখানে মাছগুলো টাটকা ও ফরমালিন মুক্ত হয় , তাই খাবারের স্বাদ ভালো থাকে , এখানে রয়েছে চিংড়ি মাছের ভর্তা , আলু ভর্তা ও শুঁটকি ভর্তা , আমি অনেক পছন্দ করে এই খাবার গুলো খাই , বেশ ভালো লাগে এই হোটেলের খাবার গুলো , আমি আগে কখনো এই জায়গায় আসছি না , এটাই আমার প্রথম আশা , তবে আমি অনেক ক্ষুদার্থ ছিলাম বলে হয়তো এই লোকাল খাবার গুলো আমার ,কাছে অনেক ভালো লাগছে , এখানে আরো অনেক রকমের খাবার রয়েছে।

IMG20210317194528.jpg

IMG20210317193729.jpg

I like the smell of hilsa fish here , Because the taste of catching fresh fish from the river and frying it is different , With eggplant fry , One of my favorite foods , I often fry this eggplant in my house like this , Everyone in my house loves to eat eggplant fry , Today I ate eggplant fry at this hotel , Eggplant fry tastes different here , Because they fry eggplant with mustard oil , So a delicious smell comes out of the eggplant fry , I order a few peach eggplant fries , After ordering they fry me eggplant , Do not fry in advance .

এখানে ইলিশ মাছের গন্ধ আমার কাছে অনেক ভালো লাগে , কারণ নদী থেকে টাটকা মাছ ধরে এনে ফ্রাই করে খাওয়ার স্বাদটাই অন্য রকম , সাথে রয়েছে বেগুন ফ্রাই , আমার অনেক প্রিয় একটি খাবার , আমি আমার বাসায় অনেক সময় এই বেগুন এভাবে ফ্রাই করে থাকে , আমার বাসার সবাই বেগুন ফ্রাই খেতে অনেক পছন্দ করে , আজকে আমি এই হোটেলে বেগুন ফ্রাই খেলাম , এখানে বেগুন ফ্রাই স্বাদ অন্য রকম , কারণ তারা সরিষার তেল দিয়ে বেগুন ফ্রাই করে , তাই বেগুন ফ্রাই থেকে একটা সুস্বাধু গন্ধ বেরিয়ে আসে , আমি কয়েক পিচ্ বেগুন ফ্রাই অর্ডার করি , অর্ডার করার পর তারা আমাকে বেগুন ফ্রাই করে দেয় ,
অগ্রিম ফ্রাই করা থাকে না।

IMG20210317194519.jpg

IMG20210317193810.jpg

Hilsa fish is one of my favorite fish , This fish is most eaten by frying , Hilsa is the national fish of our country , Hilsa fish is a very popular fish in our country , Today I tested the fish in this hotel , Cooking at my house doesn't taste so good , They use many kinds of spices here , So the taste of fish increases , I ate hilsa fry today , Looked pretty good , Here are more recipes for hilsa , But I did not try other recipes , Because I prefer to eat hilsa fish fry .

ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটি মাছ , এই মাছ ফ্রাই করে সবচেয়ে বেশি খাওয়া হয় , আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ , ইলিশ মাছ আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি মাছ , আজকে আমি এই হোটেলের মাছ টেস্ট করলাম , আমার বাসায় রান্না করলে এত স্বাদ হয়না , তারা এখানে অনেক রকমের মসল্লা ব্যবহার করে , তাই মাছের স্বাদ বেড়ে যাই , আমি আজ ইলিশ ফ্রাই খেলাম , বেশ ভালো লাগলো , এখানে ইলিশের আরো রেচিপি রয়েছে , কিন্তু আমি অন্য রেসিপি গুলো ট্রাই করিনি , কারণ আমি ইলিশ মাছের ফ্রাই খেতে বেশি পছন্দ করি ,

IMG20210317193713.jpg

IMG20210317193805.jpg

Friends, today I went outside and shared with you the story of eating at a local hotel in a state of hunger. I hope you like what I have to say, but if my writing is wrong, please forgive me. Stay well, stay healthy, thank you all .

বন্ধুরা আজকে আমি আমার বাহিরে ঘুরতে গিয়ে ক্ষুধার্ত অবস্থায় একটি লোকাল হোটেলে খাওয়ার গল্প শেয়ার করলাম আপনাদের সাথে , আমি আশা করি আপনাদের কাছে আমার কথা গুলো ভালো লাগবে , তবে আমার লিখাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন , সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন , ধন্যবাদ সবাইকে।

I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good video.

Thank you all for visiting my page and giving your nice support.
@ayrin344