ভিন্ন স্বাদের আটার চিপস ভাজা

হ্যালো,

আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। প্রতিদিন আমি আপনাদের জন্য নতুন নতুন মজাদার সব রেসিপি নিয়ে আসি। যা খুবই সুস্বাদু ও মজাদার।

IMG_20220629_194103.jpg

যার নাম হল চিপস। এটি আটার মাধ্যমে তৈরি করা হয়। রুটির মত তৈরি করে সেগুলোকে ছোট ছোট গোল গোল করে কেটে তৈরি করা হয়। তারপর ডুবানো তেল দিয়ে সেটাকে ভাজতে হয়। যখন এটি ফুলে আসবে তখন এটিকে তেল থেকে তুলে পাত্রে রেখে দিতে হবে।

IMG_20220629_194150.jpg

হয়ে গেল আপনার মুচমুচে সুস্বাদু চিপস। এটির স্বাদ ভিন্ন করার জন্য আপনি মসলা তৈরি করতে পারেন। তাছাড়া সস দিয়েও খেতে পারেন। মিষ্টি খাবার জন্য সেমাই এর সাথে মিক্স করে খেতে পারেন। এটি খুব মন সুস্বাদু ও মুচমুচে খাবার। যা সবাই খুব পছন্দ করে।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।