পরমব্রত চট্টোপাধ্যায় আমার একজন পছন্দের অভিনেতা। সোনার পাহাড় দেখার পরে বুঝলাম উনি হয়তো আমার একজন পছন্দের নির্দেশক ও হয়ে উঠবেন।
সাধারণত বাংলা মুভি দেখা হয় না তবে শুধুমাত্র পরমব্রত এবং তার নির্দেশনায় মুভি দেখে ভাবলাম এই মুভিটা দেখা যাক। এবং আমি অভিভূত হয়ে গেছি মুভির গল্প নির্মাণ এবং ক্যারেক্টার অভিনয় দেখে।
সবচেয়ে ভালো লেগেছে গল্পের প্লট। কিভাবে বয়স হয়ে গেলে মানুষ খুব একা হয়ে যায়, সন্তানদের সাথে দূরত্ব বাড়তে থাকে, আবার কিভাবে মানুষ অন্যকে আপন করে নিতে পারে সবকিছু মিলিয়ে খুব অন্যরকম একটা ঘটনা সাজানো হয়েছে।
উপমা, ৭২ বছর বয়সী একজন মহিলা যার সাথে বন্ধুত্ব হয়ে ওঠে সাত বছর বয়সী এক ছোট্ট ছেলে বিটলুর। পরমব্রত ঘটনাক্রমে বিপ্লবকে রেখে যায় উপমা দের বাসায়, যাতে কিছু সময় এতিমখানার বাইরে একটা পরিবারের সাথে কাটাতে পারে। উপমার যেহেতু তার ছেলে অর্থাৎ তার পরিবারের সাথে সম্পর্ক ছিল না বললেই চলে, সেহেতু ধীরে ধীরে বিটলু তার পরিবারের মতো হয়ে যায় এবং খুব সুন্দর একটা সম্পর্ক গড়ায় সেই ছোট্ট ছেলেটির সাথে সে তাকে নাতি অথবা তার চেয়েও বেশি কিছু; তার বন্ধু বলে ভাবতে শুরু করে।
মুভির অন্যান্য ছোটখাটো চরিত্র গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মুভির মাধ্যমে সমাজের একটা বাস্তব চরিত্র তুলে ধরা হয়েছে। কিভাবে আমরা সন্তানরা একটা সময় পরে আমাদের নিজেদের কথা চিন্তা করে আমাদের পরিবারের সাথে অথবা বাবা-মার সাথে দূরত্ব বাড়িয়ে দেই।
মুভির একটা সারপ্রাইজ ছিল সৌমিত্র চ্যাটার্জী। আমি অপেক্ষা করছিলাম কখন উনি দৃশ্যে আবির্ভূত হবেন। ওনার অভিনয়ের সময় খুবই অল্প ছিল, কিন্তু বরাবরের মতোই সে অল্প সময় টি কে উনি ম্যাজিকাল করেছেন উনার অভিনয় এর গুনে।
আরো যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন যীশু সেনগুপ্ত উনার অভিনয় অনেক চমৎকার হয়েছে।
পুরো মুভিটা ১৩৯ মিনিটের। যদিও মুভি ২০১৮ সালে রিলিজ পেয়েছে। কিন্তু আমি দেখেছি এই তো মাস তিনেক আগে। সিনেমাতে চরিত্রের সংখ্যা খুবই অল্প ছিল। কিন্তু গল্পের বুনন এত চমৎকার ছিল যে সেটা চোখের লাগেনি। আর সবচেয়ে বড় কথা আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ, সবকিছু মিলিয়ে যেটা দেখানো হয়েছে সেটা এত অভিভূত করে রেখেছিল যে সিনেমাটোগ্রাফি চরিত্র নির্মাণ সবকিছুই অনেক ভালো লেগেছে।
আমি এই মুভিকে ১০ এর মধ্যে ৮ দিব।
Voting your own post is a practice discouraged on hive.
Sorry, I didn't know that. I will keep that in mind. Thanks.