আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
এই তো আজকে চলে এলাম আরেকটি পেইন্টিং নিয়ে। যেটিতে আমি সূর্যাস্তের সময় এর সম্পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।
এককথায় বলা যায় গোধূলি সন্ধ্যা যেটা আলোকোজ্জ্বল হয়ে পানিতে প্রতিফলিত হয়েছে সেই সময়টাকে আমি খাতায় তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আমার করা পেইন্টিং আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে।
গোধুলি সূর্যাস্তের পেইন্টিং এর জন্য যে উপকরণ গুলো আমি ব্যবহার করেছি সেগুলো নিম্নে তুলে ধরলাম।
ড্রয়িং খাতা
জলরং
তুলি
পানি
প্রথম ধাপ
প্রথমে আমি একটি রঙের ট্রে তে রঙ নিলাম। আমি প্রথমে ৫ রঙ নিলাম। এগুলো হলো হলুদ, কমলা, হলুদ-কমলা, লাল- কমলা, লাল। প্রথমত এই ৫রঙ দিয়ে কাজ শুরু করব।
দ্বিতীয় ধাপ
এইবার আমি রঙের কাজ শুরু করব, তাই আমি প্রথমে তুলি পানিতে ভিজিয়ে নিলাম,এরপরে তুলিতে হলুদ রঙ লাগিয়ে নিলাম।
হলুদ রঙ দিয়ে ড্রয়িং খাতার মাঝখানের অংশ থেকে উপরের দিকে হলুদ রং দিয়ে ডান পাশ থেকে বাম পাশে,আবার বাম পাশ থেকে ডান পাশে হালকা করে হলুদ রঙ করে নিলাম।
তৃতীয় ধাপ
এরপরে আমি হলুদ কমলা রঙ নিলাম তুলির মধ্যে, একইভাবে হলুদ রঙ এর পাশে ২পাশ থেকেই রঙ করতে থাকলাম।
চতুর্থ ধাপ
হলুদ-কমলা রঙ দেয়া শেষ করে তুলিতে নিয়ে নিলাম কমলা রঙ। ড্রয়িং খাতার ডান পাশ আর বাম পাশ থেকে কমলা রঙ হলুদ রঙ এর কাছাকাছি নিয়ে আসলাম।
পঞ্চম ধাপ
কমলা রং মেশানোর পর আমি লাল কমলা দিয়ে আবারও এদের উপরে ডান পাশ থেকে মাঝের অংশের দিকে লাল কমলা দিলাম। আবার বাম পাশ থেকে ডান পাশের দিকে মাঝের অংশে লাল কমলা দিয়ে দিলাম। এক্ষেত্রে ওপরের অংশেও আমি লাল কমলা রং করে দিলাম।
ষষ্ঠ ধাপ
উপরের অংশে আমি সর্বশেষ রঙ করব সেটি হল লাল।আমি তুলি দিয়ে বিভিন্নভাবে রংগুলোকে মিশ্রিত করে নিলাম যাতে গোধূলির আভা ফুটে উঠে। খুব সুন্দর ভাবে আমি সবগুলো রং মিশিয়ে নিলাম যাতে সূর্য মাঝ বরাবর বোঝানো যায় এবং পাশে তার আলোছায়া বুঝানো যায়।
সপ্তম ধাপ
মাঝখানে হলুদ যে অংশের মাঝে ছোট্ট সাদা অংশ ছিল, সেখানে আমি সাদা রং দিয়ে একটি সূর্যের মতো করে রং করলাম। হালকা করে দিয়ে মিশিয়ে দিলাম।
অষ্টম ধাপ
এরপরে আমি লাল রং এর সাথে বাদামি কালার মিশিয়ে নিলাম।
বাদামি কালার মিশানোর পর আমি ড্রয়িং খাতায় মাঝ বরাবর ডান থেকে বামের দিকে লম্বালম্বিভাবে পাহাড়ের মত করে এঁকে নিলাম। প্রথমত আমি এর আকারে এঁকে নিলাম তারপর এর ভেতরের অংশ রং করে নিলাম।
নবম ধাপ
উপরের অংশের কাজ শেষ হওয়ার পর আমি নিচের অংশের কাজ শুরু করব।
এক্ষেত্রে আমি পূর্বের মত রঙ গুলো নিয়ে নিলাম। আগের মতোই মাঝের অংশে হলুদ এর দুই পাশে হলুদ কমলা কমলা এবং লাল। লাল কমলা দিয়ে ভালোভাবে রংগুলো মিশ্রিত করে নিলাম। এই রং মিশ্রন এর শেষ পর্যায়ে বাদামি আর লাল কালারের সাথে একটু কালো রং মিশিয়ে মিশিয়ে আরো একটু গাঢ় রঙ করে আমি নিচ থেকে মাঝ বরাবর যে উপরের অংশ আছে ওইখানে রঙ করে নিলাম।
দশম ধাপ
এক্ষেত্রে রঙটি নদীর অংশ বুঝাচ্ছে। গোধূলি সন্ধ্যায় সূর্যাস্ত সাগরের পানির উপরে আভা ছড়িয়ে দিচ্ছে এমন প্রভা উজ্জ্বলভাবে ফুটে উঠানোর জন্য আমি গাঢ় কালার গুলো সব কিছু মিশিয়ে দিলাম।
একাদশ ধাপ
এইবার আমি কালো রঙ নিয়ে নিলাম। নদীর ডান পাশে একটু পাড়ের মতো অংশ একে নিলাম।
সেই অংশ একে নেওয়ার পরে আমি সেভাবে আগের মতই কালো রঙ সম্পূর্ণভাবে করে নিলাম। বামপাশের মতো ডান পাশে আমি আরেকটি পাড় একে, তাতে কালো রং করে নিলাম।
পাড়গুলো একে নেওয়ার পর আমি পাহাড়ের অংশ বোঝানোর জন্য কিছুটা সাদা রং মিশিয়ে দিলাম। আমি সম্পূর্ণ পেইন্টিংটি করে নিলাম যাতে ভালোভাবে পাহাড়ের অবস্থানগুলো বুঝানো যায় এবং অবশ্যই তার পাশাপাশি পাড়ের অবস্থানগুলো বুঝানো হয়।
দ্বাদশ ধাপ
এরপর আমি ডানপাশের পাড়ের উপরে
নারিকেল গাছ একে নিলাম। এক্ষেত্রে আমি পাতাগুলোকে প্রথমত একে তারপরে তার সম্পূর্ণ আকার নিয়ে একে দিলাম। আমি এক্ষেত্রেও কালো রং ব্যবহার করেছি।
ত্রয়োদশ ধাপ
আমার কাজটা প্রায় শেষ হয়ে এসেছে। এক্ষেত্রে আমি আরেকটু কিছু কাজ করব, এজন্য আমি কালো রং দিয়ে আকাশের উপরে কিছু পাখিকে দিলাম যা উড়ে বেড়াচ্ছে আকাশে। এরপরে নিচের দিকে সূর্য বরাবর পানিতে সূর্যের আলো,যেটা পড়ে উজ্জলতা প্রকাশ করেছে সেটি প্রতিফলিত করার জন্য হালকা করে সাদা রঙ দিলাম।
অনেক অনেক ধন্যবাদ আমার সব বন্ধুদের, আমার পাশে থাকার জন্য,সব সময় আমাকে সাপোর্ট করার জন্য । ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
💦
💦 BRISTY 💦
💦