Some of my fruit drawing....

in Hive Diy10 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার আরও কিছু ছোট বেলায় করা ড্রইং শেয়ার করব। আজকে বেশ কিছু ফলের ড্রইং শেয়ার করব। চলুন শুরু করি-

কথায় বলে শেখার কোনো শেষ নাই, মাইর খাওয়ার বয়স নাই। মজার ছলে বললাম কথাটা আরকি। আমি যখন ড্রইং শিখতাম তখন স্যারের সিলেবাসের সবগুলো ফলই আমি আঁকতে চাইতাম। স্যার বলত সব না আকলেও হবে। আমি শুনতাম না৷ আমি সিরিয়ালি সবগুলো আকানো শুরু করতাম। গত কয়েকটা পোষ্টে আমি আপনাদের সাথে বেশ কিছু ফলের গাছের ড্রইং শেয়ার করেছি। আজকে আরও কিছু শেয়ার করব। এর মধ্যে লিচু, ঢেঁড়স, মিষ্টিকুমড়া, ওলকপি ড্রইংগুলো শোয়ার করব। । আশা করি আমার সবগুলো ড্রইং আপনাদের কাছে ভালো লাগবে।

20241214_123815.jpg

1000001105.jpg

1000001107.jpg

1000001109.jpg

আশা করি সামনে আমার কোনো ড্রইং পোষ্টে এই ফলগুলো অংকন করার ধাপসহ শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

Sort:  

@panosdada curate.

Done.

Congratulations @rasel72! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 1250 upvotes.
Your next target is to reach 1500 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Distriator Infographic Contest - Win 300 HIVE and a badge!