ভালবাসার অভিনয়ে তুমি শ্রেশ্ঠ অভিনেত্রী।

in Bangla Tune4 years ago

**মানুষ অতীতের কথা চিন্তা করতে করতে বর্তমান টাকে ভুলে যায়।

তেমনি আমার প্রেম কাহিনী টাও।

সেও আমার অতীকে নিয়ে ভাবতে ভাবতে আমার বর্তমান টাকে ভুলে গেছে।

জানিনা ভুলটা কোথায়,,,,

প্রশ্ন রেখে যাচ্ছি তার কাছে।**

*১.আমার অতীত থাকা টাই কি আমার সবচেয়ে বড় ভুল??

যদি তাই হয়, তবে সেটা সুধরানোর সুযোগ তো আমাকে দেওয়া যেতেই পারতো একটা।

২.বেশি দূর্বলতা প্রকাশ করাই কি ভুল ছিল আমার???

৩.নাকি তোমার অবহেলাটা বুঝতে না পারাটাই আমার ভুল??

৪.তোমাকে খুব ভালবাসাটাই কি আমার জীবনের কালো অধ্যায় ছিল তবে??

৫.নাকি তোমার যোগ্যই নই আমি??

৬.নাকি খুব বেশি চেয়েছিলাম তোমার কাছে??

৭.একটু ভালবাসা চাওয়াটাই কি তবে ভুল???

যদি তাই হয়,তবে ভূলতো ভালবাসা নামের এই আবেগ এই অনুভূতিটাই।

জানি এর উত্তর তুমিও দিতে পারবে নাহ।তবুও প্রশ্ন রেখে গেলাম।কখনো সময় পেলে একটু ভেবো।

যদি তুমি প্রশ্নের উত্তর দিতেই না পারো।তবে কেন ছেড়ে গেলে।আর ছেড়েই যদি যাবে তবে এই স্বার্থপর ভালবাসা আমায় কেন দিলে উপহার।আমি কি কোনো মানুষ নই।নাকি আমার মন নেই।

শুনেছি ভালবাসা নাকি দুটি আন্তার বন্ধন।যাতে কোনো কারন থাকে না।থাকে না কোনো প্রশ্ন কোনো উত্তর।

তবে এই বন্ধন কেন ছিন্ন হয়।প্রশ্ন রেখে গেলাম প্রিয়??

নাকি বাস্তবে এটি কোনো বন্ধনই নয়।কিছুূ দিনের মায়া আর ছলনা দিয়ে তৈরি সম্পর্ক মাত্র।

যদি তাই হবে, তবে সম্রাট শাহজান কেন তাজমহল গড়েছিল তার স্ত্রির কবরে।

নাকি বাস্তবে তুমি যেটা করেছো আমার সাথে সেটি ছলনা।

আর সম্রাট যেটি করেছে সেটি ভালবাসা।

তবে কি তাজমহল গড়লেই সেটিকে সত্যই কারের ভালবাসা বলে।

নাকি অপূর্বের ১০ টাকার বাদামের জন্য মেহজাবিনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাকে ভালবাসা বলে??

নাকি ১ মাস মোবাইলে কথা এফবি চ্যাটিং দুদিনের দেখা করা আর দামি দামি গিফকেই ভালবাসা বলে??

প্রশ্ন রেখে গেলাম।।

এমনি হাজারো কথা দিন রাত প্রশ্ন করে আমায়।আমি উত্তর খুজে পাই না।দিশেহারা আমি এখন সেই সব প্রশ্নের ভিরে।

আর এখন,নিজেই নিজেকে বোঝাই তুমি সুখি ছিলে না আমার সাথে অন্য কারোর ফুলদানির ফুল হতে চেয়ে ছিলে।

ভাল থাকুক ভালবাসা এই শুভ কামনাই সবসময় তোমার জন্য।*

লেখক:- Emon