মাঝে মাঝে লেখার কিছুই থাকে না ।পড়ে থাকে একরাশ নিঃস্তব্ধতা।সময় ও কমে আসে।তখন মনের এক কোণে জমে কিছু অনুভূতি আর সেগুলোই কবিতা হয়ে বেরিয়ে আসতে চায়।তেমনি এই কবিতা এক গভীর রাতে জেগে উঠা এক অনুভূতির বহিঃপ্রকাশ।
অনেক অযত্নে গোপনে একাকিত্বে
আমাদের ইচ্ছের রোদে ও দগ্ধ
বাঁচার প্রয়াস দেখায় মৃত্যুকে দূরে রেখে।
যে কাঁদবে তাকে কাঁদতে দাও
যে চলে যেতে চায় তাকে যেতে দাও
যার হৃদয় পুড়ছে আরো পুড়তে দাও
তাহলেই প্রলয় আসবে আসবে বিপ্লব।
উৎস
তোমার ঘরে যে বসত করে সে তোমার কে হয়?
প্রশ্ন করেছ কি তাকে কখনো সে কি চায়?
সময়ের স্রোতে চেপে ইচ্ছের দৌঁড় ঝাঁপে,
যে হয়েছে ক্লান্ত তাকে একটু শান্তি দাও।
Support @amarbanglablog by Delegation your Steem Power
