নিজের অনুভূতিগুলো প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো কবিতা ।কবিতা মনের কথা বলে ,মুখের অপারগতাকে স্বস্তি দেয়|

what3words.com[[Authentication]]Link[[what3words]]https://w3w.co/blasted.master.flickers
বহুদিন পরে বৃষ্টিতে ভিজে
বাড়ি ফিরি মধ্যরাতে একাকী
আমার সঙ্গে ছিলো দুটি কাক,
সকালে তিনজনের বৃষ্টিতে স্নান,
রাতে একান্ত একা বৃষ্টিতে ভেজা
একটি হৃদয় সেও ভিজে যায়।
অনেক ডাক পিয়নকে
দিয়েছি বকশিস যদি
সে কোনো চিঠি নিয়ে আসে
এই হৃদয়ের উঠোন
জুড়ে দারুণ রিক্ততা|
বাড়ি ফিরি মধ্যরাতে একাকী
আমার সঙ্গে ছিলো দুটি কাক,
সকালে তিনজনের বৃষ্টিতে স্নান,
রাতে একান্ত একা বৃষ্টিতে ভেজা
একটি হৃদয় সেও ভিজে যায়।
অনেক ডাক পিয়নকে
দিয়েছি বকশিস যদি
সে কোনো চিঠি নিয়ে আসে
এই হৃদয়ের উঠোন
জুড়ে দারুণ রিক্ততা|
যারা একদিন এসেছিল
হঠাৎ হাওয়ার মতো,
তারা তো যেতোই ফিরে
প্রয়োজনের মেয়াদ ফুরালে।
আমার ঘর অন্ধকার টইটুম্বুর
কিছু রপ্তানির ভীষণ দরকার
আলোয় যার ঝলসেছে চোখ,
তাকে আমার খোঁজা দরকার।
হঠাৎ হাওয়ার মতো,
তারা তো যেতোই ফিরে
প্রয়োজনের মেয়াদ ফুরালে।
আমার ঘর অন্ধকার টইটুম্বুর
কিছু রপ্তানির ভীষণ দরকার
আলোয় যার ঝলসেছে চোখ,
তাকে আমার খোঁজা দরকার।