রক্তে রক্তে একটা বিষ

in GEMS3 years ago

রাত জেগে আছি সারা রাত
একটি সুন্দর ভোরের অপেক্ষায়
আমরা যারা মরতে গিয়ে বাঁচি,
তাদের একটা সকাল চাই ভীষণ।
রক্তে রক্তে একটা বিষ
সারা শরীর যন্ত্রনায় কাতর
একটা শীতল স্পর্শ চাই ,
আমিও মানুষ আমিও বাঁচতে চাই ।

image.png
Source
একটা গল্প বলো
কিছু রাত এখনো বাকি ,
বিষাদের গল্প চাই
ওতে এক ধরণের নেশা আছে ।
কি আর দিতে পারি
তোমার তো সবই আছে ,
ক্ষয়ে যাওয়া হৃদয়
সেও আজ মুক্তি চায় ।



THANK U