My original poetry:আমার একটি ব্যাথা

in GEMS4 years ago

তোমাকে ছুঁয়ে দিচ্ছে এই হাওয়া
ভিজে যাওয়া হৃদয়ে কাঁপন
আমাকে যেতেই হবে
আরো দূর বহুদূর।
মিছে কথা যন্ত্রনা ভরা রাত
আকাশে অসংখ্য তারা
বিশ্বাস আজ বিষে ভরা।
আকাশের বুকে মেঘের ব্যাথা
বৃষ্টি আসে তাকে গান শোনাতে
এক সময় কেঁদে ওঠে হাওয়া ,
এটাই বাস্তবতা এটাই পথ চলা ।

image.png
Image
কেউ নেই শোনার মতো
কেউ নেই পাশে থাকার মতো
চারিদিক অন্ধকার নীরব,
একটা বিশ্বাস খুব দরকার।
দুটি পাখি ঠিকানা বিহীন
খুঁজে খুঁজে দিশেহারা
এখন একটু বিশ্রাম দরকার,
সন্ধ্যে নামার পালা।