জীবনের রং সব সময় একই থাকে না, কারন জীবন গতিশীল, যার কারনে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। আর জীবনের গতির এই পরিবর্তনশীলতার কারনে আমরা দারুনভাবে প্রভাবিত হই। যার কারনে কখনো জীবনকে রঙীন এবং উজ্জ্বল মনে হয় আমাদের নিকট, ঠিক তেমনি কখনো আবার মনে হয় জীবন সত্যি সাদাকালো-যেখানে কালো পরিমান থাকে বেশী।
The colors of life are not always the same, because life is dynamic, which causes constant change. And because of this variability in the pace of life, we are greatly affected. Which is why sometimes life seems colorful and bright to us, just as sometimes life seems to be really black and white - where there is more black.
কিন্তু আসলে কি তাই? এটি প্রশ্ন রইল আপনাদের প্রতি। আমি জানি আমাদের সকলের মনোভাব একই হবে না, কারন আমরা নানা কারনে, নানা অবস্থানে বসবাস করার কারনে চারপাশের প্রভাব রয়েছে আমাদের জীবনের উপর। যার কারনে আমাদের মানসিকতাও প্রভাবিত হচ্ছে, আমাদের চিন্তা-ভাবনাগুলোরও পরিবর্তন ঘটছে। আর এথেকে বের হয়ে আসার সহজ কোন পথ বা উপায় আমার জানা নেই!
But is that really so?
This is a question for you. I know not all of us will have the same attitude, because we have different influences on our lives because we live in different places. Due to which our mentality is also being affected, our thoughts are also changing. And I do not know any easy way out of this!
লক্ষ্য করুন, আপনি যেখানে আছেন সেখানে কোন একটি বিষয় খুব সাভাবিক মনে হচ্ছে, সমাজের প্রতিটি মানুষ সেটিকে ভালো চোখে নিচ্ছে। কিন্তু সেই বিষয়টি অন্য কোন অঞ্চলে কিংবা আমাদের অঞ্চলে সাভাবিক না হতে পারে। কারন আপনার অঞ্চলের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি আমাদের অঞ্চলের সাথে মিল খায় না। কারনে আমাদের দৃষ্টি ভঙ্গিও একই রকমের হয় না। পার্থক্যটা এখন থেকেই তৈরী হয়।
Notice, one thing seems very normal wherever you are, every person in the society is taking a good look at it. But that may not be the case in any other region or in our region. Because the location and perspective of your region does not match our region. Because our vision is not the same. The difference is already made.
কথা বলছিলাম, জীবনের গতি ও রং নিয়ে, কোন এক লেখায় আমি বলেছিলাম যে, জীবনের সত্যিকার কোন রং নেই, তবে এটা বলা যায় যে, জীবনের রং অনেকটা পানির ধর্মের মতো। পানিকে আপনি যেখানে রাখবেন কিংবা যে পাত্রে রাখবেন, সে সেই স্থান কিংবা পাত্রের রং এ প্রভাবিত হবে এবং নিজের রং পরিবর্তন করবে। আমাদের জীবনের রং অনেকটাই এই রকম, অবস্থানগত কারনে প্রতিনিয়ত এটির পরিবর্তন ঘটে এবং ঘটতে থাকবে।
Talking about the speed and color of life, in one of the articles I said that there is no real color of life, but it can be said that the color of life is a lot like the religion of water. Wherever you put the water or the container in which you put it, it will be affected by the color of the place or the container and will change its color. Much like the color of our lives, it constantly changes and will continue to change due to positional reasons.
যার কারনে বিশেষজ্ঞরা সবর্দা একটি কথা বলে থাকেন, জীবনের রং কিংবা নিজের অবস্থান নিয়ে কখনো দুঃখ প্রকাশ করো না কিংবা হতাশ হইও না। কারন এটি নির্ভর করে নানা কারন এবং তোমার অবস্থানের উপর। সুতরাং প্রথমে উচিত হবে পিছনের কারনগুলোকে অনুসন্ধান করা। তারপর নিজের অবস্থান উন্নত করো, ভালো স্থানে নিয়ে যাও, ভালো প্রভাব পড়বে তোমার জীবনের গতির উপর। তারপর জীবনের রং যেমন পরিবর্তন হবে ঠিক তেমনি তোমার সময়গুলোও উজ্জ্বলতা ফিরে পারে।
This is why experts always say one thing, never regret or be disappointed with the color of life or your position. Because it depends on many factors and your position. So first we need to find out the reasons behind it. Then improve your position, take it to a better place, it will have a good effect on the speed of your life. Then just as the color of life changes, so can your times.
এখন সব কিছুই তোমার নিজের উপর নির্ভরশীল। কারন তুমি তোমার অবস্থান এবং জীবনের গতিকে কিভাবে প্রভাবিত করবে, তার সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করবে। সুতরাং নিজের চিন্তা-ভাবনাগুলোর পরিবর্তন করো, অবস্থানগত কারনে জীবনের সকল কিছু এমনিতেই পরিবর্তন হয়ে যাবে।
Now everything depends on you. Because how you affect your position and the pace of life will depend entirely on you. So change your thoughts, everything in life will change because of positional reasons.
Type | Flowers |
---|---|
Device | Redmi 9, Xiaomi |
ISO Speed | ISO233 |
Focal Length | 3.79mm |
Location | Hemayetpur, Savar |
Declaration: This is original content of mine with own photography.
Thanks all for visiting my page.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
![text15.png](https://images.hive.blog/768x0/https://cdn.steemitimages.com/DQmWXynVma7pYo3MCivJ5Cb6Nfae2uMGNt11YGxqysBGqBW/text15.png)
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় - মুনীর চৌধুরী
Some people change for good and some for not so good. People learn from making mistakes but they also spend a big portion of their lives regretting, but only a few gather the courage to actually rectify and move on... Stay blessed
Life will always have highs and lows, different colors that we must face and confront with the best attitude. On this, and the motivation we have to change it to positive, our tranquility and good enjoyment will depend. Thank you for sharing this beautiful motivational reading, heart. The text, its meaning and the photographs, as always, beautiful. A Christmas hug and best wishes, dear @hafizullah 🤗😊