করোনা ও পরবর্তী পরিস্থিতি।

in Proof of Brain3 years ago

images (1).jpeg

Image Source

শীতের সময় চারেদিকে পিঠা খাওয়ার উৎসব শুরু হলেও এবারের শীতটা পরিক্ষার মৌসুম হয়ে এসেছে। শীতের এই সময়টাতে বাংলাদেশে পর পর দুই বছরই করোনার প্রকোপ বেশ কম দেখা যাচ্ছে। তাই গত বছর সরকার ভুল করলেও এবার আর ভুল করেনি। করোনার প্রকোপ মোটামুটি কমে যাওয়ার সাথে সাথেই শিক্ষামন্ত্রি ড. দিপু মনি এর নির্দেশে সব সরকারি -বেসরকারি স্কুল, কলেজ খুলে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রথমত অনেকদিন ধরে এসএসসি পরিক্ষা আটকে ছিল করোনার জন্য তাই করোনার প্রকোপ কমে যাওয়ার সাথে সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষাবোর্ড। ধাপে ধাপে সব বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করে। এরই মধ্যে এসএসসি পরিক্ষা নেওয়া শেষ হয়েছে। সামনে দোসরা ডিসেম্বর থেকে এইসএসসি পরিক্ষাও শুরু হবে। আমার চাচাতো বোন এবারের এইচএসসি পরীক্ষার্থী।

সামনে মাসে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সবার প্রিপারেশন যে খুব একটা ভালো আসলে তা না। এবারের পরীক্ষার্থীরা কোনো ক্লাস করতে পারেনি। কলেজ লাইফের কোনো আনন্দঘন মুহুর্তই তাদের স্মৃতিতে নেই। তারা শুধু কলেজে ভর্তি হয়েছে এবং পরিক্ষা দিবে এটুকুই। তাই এবারের পরীক্ষা নিয়ে কেউই স্বস্তি বোধ করছে না। বরং অনেক বেশি চিন্তিত। তাই ভালো রেজাল্টের শতকরা হার কতোটা বৃদ্ধি পাবে না কমে যাবে তা রেজাল্ট প্রকাশের পরই জানা যাবে।

Sort:  

We don't have any curators that can read your language. Maybe you should cross post this elsewhere.

Yes, it is cross-post. It is in Bangla Language (my mother tounge). Thank you dear.