ঝড়া পত্র

in Hive Learners4 years ago
Authored by @no

ঝড়া পত্র

IMG20210710163644.jpg

পত্র কল্লোলিত বৃক্ষও একদিন পত্রগুলো ছড়িয়ে ফেলে নিজেকে সজ্জিত করে নতুন পল্লোবে। পরিবেশকে করে তোলে মুখরিত ও বাসযোগ্য। বৃক্ষ শোভিত করে নিজেকে নতুন ঋতুর আগমনের প্রবাহে। তব সে তার ভালোবাসা হারায় না ঝরা পালকের মধ্যদিয়ে। তারা খাদ্য যোগায় সবুজ পাতার ক্লোরোফিল দিয়ে, পাতা ঝরার সময় মনে হয় হয়তো বৃক্ষটি হারিয়েছে তার অস্তিত্বের পরিক্রমা। তার বেচে থাকার বাহন কোষগহ্বরে খাদ্য জমিয়ে রাখে নিজেকে টিকিয়ে রাখার জন্য। প্রচন্ড খড়ার
ঋতুতেও সে তার আত্মবিশ্বাস হারায় না। কিন্তু তার মাঝে বেচে থাকার সামান্যটুকু নিয়ে ই নিজেকে নতুনত্ব দিয়ে ভরিয়ে তোলে।

বেচে থাকার জন্য সামান্য কিছুই যথেষ্ট অনেক কিছুর দরকার নেই।

Sort:  

Trees are indeed blessing for us. Well written. But a suggestion, please don't create extremely short posts. We are encouraging to put more efforts to get curated. Follow our Rules & Guidelines to know more about this.

Thank you.