আমার কবিতা :বঞ্চিত ভালোবাসা

in Hive Learners4 years ago

বাংলা ভাষায় কিছু লেখার আনন্দই আলাদা ।তাই কাজের অবসরে বাংলা ভাষা ও শব্দের মাধ্যমে কিছু লেখার অভ্যাস অনেক দিনের ।সেই ধারাবাহিকতায় কিছু কবিতা লেখার চেষ্টা চলছে ।ভালোবাসা যতটা সত্যি তার চেয়ে বেশি আপেক্ষিক ।সময় ও স্থানের প্রভাব এর উপর তাৎপর্যপূর্ণ ।

এই যে শুনছেন
আপনার বাগানের ফুলের গন্ধে
আমি কাজ করতে পারছি না,
ওরা আমাকে বার বার আনমনা করে।
উড়ে যায় বক পাখি মুক্ত আকাশে
ধান শালিকের গায়ে পড়ে ছায়া
কিশোরীর মন ছুঁয়ে বঞ্চিত ভালোবাসা,
সময় থেমে যায় আকস্মিক উল্কাপাতে।

image.png

Image Credit

  • একটি পাখি বসে আছে ইলেক্ট্রিক তারে
  • তার ও কি মন আছে,আছে অনুভূতি?
  • সেও কি ভালোবেসে ভেঙেছে মসজিদ মন্দির,
  • পবিত্রতা হত্যা হয় স্বার্থের কেনাবেচায়।

Sort:  

ভালোবাসা নামটি শুনলেই গা কেমন জানি ছম ছম করে ওঠে। তবে আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই