বহুদিন ইচ্চে ছিলো
একটা প্রজাপতি পুষবো
তাই বহুদিন গেছি এদিক ওদিক
যদি পাই ধরতে একটা প্রজাপতি।
বহুবার আমি ধরতে গিয়ে
ঠিক আগ মুহূর্তে থমকে গেছি
স্বাধীনতা আমি খর্ব করতে পারিনি
তাই দিন শেষ রিক্ত হস্তে ফিরেছি।
Image
অনেক শখ ছিল দুটি পায়রা পুষবো
নিউমার্কেট এর পাখির দোকানে
অনেক বার পসন্দ করে কেনা হয়নি
আমি স্বাধীনতার হত্যা চাইনা।
স্বাধীনতা সে এক অনন্যতা
যার প্রভাব জোয়ার আসে
এই জীবন ও নদীর বক্ষে
উন্নত হয় মানসিতা মনুষ্যত্ব নিয়ে।
Congratulation!
Hi @blacksYour post has been manually curated by @zrss.
আমি খুব আনন্দিত জ্ঞানী মানূষ এবং সৃজনশীলীদের সঙ্গ পেয়ে। অনেক সুন্দুর কবিতাটি মন ছুয়ে যায়।