শব্দগুলো বুঝে গেছে
আজ তাদের ডাক পড়বে না
মুষলধারে বৃষ্টির মাঝে
অনন্ত অজানা নৈঃশব্দের বেদনা।
শিশির ফুরিয়ে গেলে যে ঘাস
খুন হয় প্রকৃতিপ্রেমীকের পদতলে
তিনিই লিখে ফেলেন এক সবুজ কবিতা
অগোচরে নিরাশা দুর্বোধ্য আদলে।
Image
টুকরো কারণে যে হয় অচেনা অদ্ভুত
তাকে কিসের প্রয়োজন এ জীবনে
কিসের বিশ্বাস কিসের সেতুবন্ধন
সব প্রত্যাখ্যান করে দাও এই অরণ্যে।
আকাশের রং নীল এ শুধু অনুভূতি
রামধনুর সাত রঙে লুকিয়ে কাহিনী
নিজের বন্ধু নিজে আর কল্পনারাজ্য
সব বইয়ের পাতা বন্ধ ,অন্তিম জানাজানি।
Excellent writing brother, I Like it. Thanks
Thanks brother
extraordinary poem,
thank u friend.