সব প্রত্যাখ্যান করে দাও এই অরণ্যে

in Hive Learners4 years ago

শব্দগুলো বুঝে গেছে
আজ তাদের ডাক পড়বে না
মুষলধারে বৃষ্টির মাঝে
অনন্ত অজানা নৈঃশব্দের বেদনা।

শিশির ফুরিয়ে গেলে যে ঘাস
খুন হয় প্রকৃতিপ্রেমীকের পদতলে
তিনিই লিখে ফেলেন এক সবুজ কবিতা
অগোচরে নিরাশা দুর্বোধ্য আদলে।

image.png

Image
টুকরো কারণে যে হয় অচেনা অদ্ভুত
তাকে কিসের প্রয়োজন এ জীবনে
কিসের বিশ্বাস কিসের সেতুবন্ধন
সব প্রত্যাখ্যান করে দাও এই অরণ্যে।

আকাশের রং নীল এ শুধু অনুভূতি
রামধনুর সাত রঙে লুকিয়ে কাহিনী
নিজের বন্ধু নিজে আর কল্পনারাজ্য
সব বইয়ের পাতা বন্ধ ,অন্তিম জানাজানি।

Sort:  

Excellent writing brother, I Like it. Thanks

 4 years ago  

Thanks brother

extraordinary poem,

 4 years ago  

thank u friend.