বর্তমান সময়ে কম্পিউটার ও এন্ড্রয়েড মোবাইল গেমস বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়।এই জনপ্রিয়তার মূলে রয়েছে প্রযুক্তির প্রতি নতুন প্রজন্মের প্রবল আকর্ষণ।সেই সঙ্গে outdoor games খেলার সুযোগ ও অবকাঠামোর অভাব।এন্ড্রয়েড মোবাইল বিপ্লব বিশেষ করে এই সব নতুন প্রজন্ম কে অনলাইন গেমস এর প্রতি দিন দিন আসক্ত করে তুলছে।কম্পিউটার games নির্মাতারা ও এই সুযোগ কে কাজে লাগিয়ে নিত্য নতুন আকর্ষণীয় গেমস বাজারে আনছে।বর্তমান সময়ে অনলাইন গেমস পাবজি ও ফ্রী ফায়ার সবচেয়ে জনপ্রিয় virtual games।কম বয়সী ছেলে মেয়ে প্রবলভাবে আসক্ত এই দুটি গেমস এর প্রতি।
Image
স্টুডেন্টরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে group করে সারাদিন এই গেমস খেলছে।এর ফলে তাদের পড়াশুনার ব্যাপক ক্ষতি হচ্ছে।এ ছাড়া দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার চালানোর জন্য শারীরিক ও মানসিক ক্ষেত্রে ও নেতিবাচক প্রভাব পড়ছে।এই দুটি games যেহেতু action ধর্মী গেমস।তাই কিশোর দের ভিতর এক রকম আগ্রাসী মনোভাব তৈরি হচ্চে।এই কারণে শিশু ও কিশোরদের কোমল মনের কথা মাথায় রেখে ভারত সরকার এই দুটি গেমস এর মধ্যে পাবজি কে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
Image
এ ছাড়া এই গেমস কে কেন্দ্র করে কিশোরদের মধ্যে এক ধরণের জুয়া খেলার প্রবণতা শুরু হয়ে গেছিল।যেটা একটা জাতির জন্য খুবই সঙ্কটজনক।এমন কি এই খেলার জন্য অনেক ছেলেমেয়ে অমনোযোগী হয়ে রাস্তায় accident ও করছে।তাই আমার অভিমত এই দুটি গেমস সম্পূর্ণ নিষিদ্ধ রাখা উচিত।
Congratulation!
Your post has been manually curated by @zrss.
thanks