বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।এখন বর্ষাকাল।তাই বর্ষাকালে বেশি বেশি ফড়িং এবং প্রজাপতি উড়তে দেখা যায় বিভিন্ন জায়গায়।আমাদের বাড়িতে বিভিন্ন রঙের প্রজাপতি এবং ফড়িং উড়ে বেড়ায়।আবার ঘরের মধ্যে ও ঢুকে পড়ে মাঝে মাঝে।তো তারই কিছু ছবি শেয়ার করবো আপনাদের মাঝে।
আমার লোকেশন
(বাঁশের মাথায় ফড়িং)
(ঢেঁড়স পাতায় প্রজাপতি)
(ঘরের মধ্যে আলুর উপরে ঘাসফড়িং)
আশা করি সবার ভালো লাগবে ছবিগুলি।
ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015