বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের লেখা একটি কবিতা ।আমরা সবাই জানি, প্রকৃতির গাছপালাদের একটা নিজস্ব প্রাণ আছে এবং তারাও প্রকৃতির অপার ডাকে সাড়া দেয়।গাছপালা বিভিন্ন ইশারাতে কথা বলে।
" তুমি তো নির্বাক নও"
@green015
**************
হে সুন্দরের উদ্ভিদ
করেছো তুমি আমাকে দিক-বিদিক।
কে বলে!
তুমি নিস্তব্ধ, নির্বাক
আমি লিখে যাব
কালির কলমে
তুমি তো নির্বাক,নিস্তব্ধ নও।
তুমি তো রাতের আকাশে তারাদের মাঝে
তোমার শীতল শরীর দুলিয়ে
কথা বলো
বায়ু তার মাধ্যম স্বাক্ষী,
তুমি তো রাতের মাঝে
বেড়ে ওঠা সদ্যোজাত সুগন্ধি ফোঁটা ফুল।
যখন মানব কিংবা চলন্ত পশু-পাখিরা
শান্তির নিঃশ্বাসে অঘোরে ঘুমায়,
তখন তুমি তো নির্বাক নও
রাতের আঁধারে দোদুল্যমান প্রতিচ্ছবি।
হয়তো বা আমি একদিন থাকবো না
কিন্তু তুমি থাকবে
হে সুন্দরের উদ্ভিদ
স্মৃতির স্মরণী পাতা হয়ে।।
অভিবাদন্তে: @green015
Congratulation!
Thanks for sharing with Beauty of Creativity Community.
Your post has been manually curated by @zrss.
Thank you