আমার অরিজিনাল অঙ্কন:প্রকৃত জিয়ড আকৃতির পৃথিবী

in Hive Learners4 years ago

শুভ রাত্রি
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার আঁকা চিত্র পৃথিবীর প্রকৃত জিয়ড আকৃতি।
★আমরা জানি, পৃথিবীর আকৃতি সম্পর্কে বহু ভূগোল বিজ্ঞানীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন।যেমন-জিয়ড আকৃতি,গোলক আকৃতি,চ্যাপ্টা রুটির আকৃতি,অভিগত গোলাকৃতি পৃথিবী ইত্যাদি।তো আমি আজ প্রকৃত জিয়ড আকৃতির পৃথিবী অঙ্কন করেছি।

IMG_20210710_164939.jpg

IMG_20210710_165055.jpg

আমি এখানে পেনসিল, রবার এবং কালার করার জন্য কিছু মোটা কালির ডড পেন ব্যবহার করেছি।

IMG_20210710_160643.jpg

IMG_20210710_161534.jpg

IMG_20210710_161843.jpg

IMG_20210710_160324.jpg

আমি পেনসিল দিয়ে সেপ দিয়ে নিয়েছি।এরপর কালার পেন ব্যবহার করবো।

IMG_20210710_164336.jpg

IMG_20210710_164619.jpg

IMG_20210710_164751.jpg

IMG_20210710_164918.jpg
পৃথিবীর প্রকৃত জিয়ড অকৃতিটি গ্রহরূপে পৃথিবীর অন্তর্ভূক্ত।আশা করি আমার অঙ্কনটি সবার ভালো লাগবে।
সবাইকে ধন্যবাদ।

ক্যামেরা: poco m2

চিত্র অঙ্কন: @green015

অভিবাদন্তে: @green015

Sort:  

হাইলাইটার দিয়ে বেশ ভালোই একেঁছেন

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago  

If you want to post same content on hive which is posted on steemit ,you must add min. 40-50% new content in that post.But steemit and hive user id must be same.

https://steemit.com/hive-129948/@green015/6wcgno