(বর্ষণমুখর পরিবেশ)
আজ বিকাল থেকেই হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে।সারাদিন রৌদ্রজ্জ্বল দিন ছিল এবং প্রচন্ড গরম পড়ছিল।আমরা আশা করেছিলাম একটু বৃষ্টির।আর সত্যি বিকালে হঠাৎ পশ্চিম আকাশে একটু মেঘ জমতেই বড়ো বড়ো ফোটায় ঝিরিঝিরি শব্দে নামল বৃষ্টি আর তার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকিয়ে বজ্রপাত।আর আমাদের বাড়ি ফাঁকা জায়গায় হওয়ার ফলে এবং চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠ হওয়ায় বিদ্যুতের বীভৎস রেখাঙ্কিত আলোর ঝলকানি ঘরে বসেই দেখা যায় ।এখন যেন বৃষ্টি হলেই প্রচন্ড শব্দে বজ্রপাত হয়।আজ ও কানফাটানো শব্দে কয়েকটি বজ্র পড়েছিল।আমাদের বাড়িতে সৌরবিদ্যুৎ এর ব্যবস্থা।ফলে যতবার বিদ্যুৎ চমকায় ততবার বিদ্যুৎ এর আলোর ঝলকানি আমাদের সৌর বিদ্যুতের উপর এসে পড়ে আর তখনি মিটারের আলো ধপ করে জ্বলে ওঠে, সেটা রাতেও।তাই বিদ্যুৎ চমকালেই আমাদের একটা ভয় কাজ করে মনে।এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে ও ইদানিং প্রচুর পরিমানে মানুষের মৃত্যুর খবর শোনা যায় বর্জ্রবিদ্যুতের ফলে।তবে পরিবেশটা একটু ঠান্ডা হওয়ায় প্রচন্ড গরমের হাত থেকে একটু মুক্তি মিললো।সন্ধ্যার দিকে বৃষ্টি একটু কমলো এবং আকাশটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল।যাইহোক বৃষ্টির সময়ে খোলা বারান্দাতে দাঁড়িয়ে কিছুটা বজ্রপাতের ভয়ে ভয়ে ও কিছু ছবি তুলেছিলাম। সেগুলো নিচে দেওয়া হল--
(গ্রামের উঠান কাদাময়)
(বর্ষাস্নাত সতেজ গাছেরা )
ধন্যবাদ সবাইকে।
ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015
বর্ষায় প্রকৃতি রূপলীলা দারুন লাগছে ছবিগুলি
ধন্যবাদ দাদা।