এক আশ্চর্য অস্তিত্বের
মধ্যে বাস করছি,
যার আদপে কোনো অস্তিত্ব নেই,
ভালোবাসা না করুণা,
কোনটা বেশি?
হয়ত বা করুনমাখা ভালো,
কিংবা ভালোবাসা মাখা করুণা
যায় হোক না কেনো
আসলে
এক আশ্চর্য অস্তিত্বের
মধ্যে বাস করছি,
যার আদলে কোন অস্তিত্বই নেই।
Powered by @greenphotoman