বাংলা কবিতা : তুই ভালো থাক

আজ বেশ ইচ্ছে করে তোর কোলেতে শুই
আজ তোর গন্ধ পেতে জামার কলার ছুঁই;
তোর যে নামে লজ্জা, তোকে সেই নামতেই ডাকি,
তোর মন রাখার কাজে দি একটু-আধটু ফাঁকি।
সেই ফাঁকিতেও ইচ্ছে থাকে তোর অভিমান,
সেই ফাঁকিতে হোক না কিছু মেকি রাগের স্থান;
যে রাগ ক্ষণকালে তোর মুখে দেয় ধরা,
তুই কি বুঝিস, সেই রাগেতেই ভালোবাসা ভরা?
তোর কিছু স্পর্শ আমার শরীর মেখে ভাসে,
জ্বরে পোড়া শরীর আমার প্রেমে পুড়ে হাসে:
তোর বুকে রাখলে মাথা কাটে আমার ক্লান্তি,
আমার ঘরের সহিষ্ণুতায় তোকে দেবো শান্তি।
তোর ঠোঁটের গোলাপ নিয়ে হোক না আমার মরণ,
তোর কিছু অনুভূতি আমার উদাহরণ;
তোর চোখের জল দিয়েও আমি ভিজে থাকি
তোর প্রেম কে মাঝে মধ্যে ঈশ্বর নামে ডাকি।
তুই আমার প্রথম নাটক,প্রথম রঙ্গালয়,
তুই আমার এক পৃথিবী, বিশ্বাসে আশ্রয়;
তোকে আমার উপন্যাসের প্রথম পাতায় আনি,
তুই ভালো থাক, এটাই আমি প্রেম বলে মানি।

images (6).jpeg

Image source


Poet : @greenphotoman Powered by @greenphotoman