আসসালামু আলাইকুম
আশা করি আপনার সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ ১৮ আগোস্ট রোজ বুধবার । আজকে আমি আপনাদের সামনে আমার Daily Dairy শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের আমার আজকের দিনের গল্পটি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
সকাল
আজকে আমি সকাল ৭ টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর ব্রাশ করলাম। তারপর কিছু নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমি গেলাম ধান জমিতে। সেখানে গিয়ে আমি কিছু সময় ঘাস ছিরলাম। তারপর ঘাস ছিলা শেষ করে আমি সেই ঘাস বস্তায় নিয়ে আবার বাসায় আসলাম। তারপর সেই ঘাস পুকুরে এসে ধুয়ে নিলাম। তারপর আবার সেই ঘাস গুলো আমাদের গরুকে দিলাম। তারপর আমি গোসল করলাম। তারপর আমি খাওয়া করলাম। খাওয়া শেষ করে একটু শুয়ে রেস্ট করলাম। তারপর আমি ১১ টার সময় আমি আর আমার এক বড়ো ভাই মিলে পার্বতী পুর গেলাম।
দুপুর
তারপর ১২ টার সময় পার্বতী পুর গেলাম। তারপর আমরা কম্পিউটার প্রশিক্ষণ করতে। তারপর সেখানে গিয়ে আমি কাজ শুরু করে দিলাম। তারপর আমরা সেখান থেকে বাহির হইয়া আমরা আমার এক বন্ধুর অনার্সের আবেদন করলাম। তারপর ২ টার সময় আমি বাসায় আসলাম। তারপর ৩ টার সময় অনলাইন ক্লাস করলাম। সেখানে অনেক কিছু পড়াইলো। তারপর ৩.৪৫ মিনিটে ক্লাস শেষ করে আমি কিছু খাওয়া করলাম। তারপর আমি আবার আমাদের বাসার সামনে একটা টং রয়েছে। সেখানে কিছু সময় কাটাইলাম। তারপর বিকাল বেলায় আমি আবার বাজারে গেলাম।
সন্ধ্যা
তারপর আমি আর কিছু বন্ধু মিলে সেখানে আড্ডা দিলাম। তারপর পার্বতী পুর এর শাহ হোটেলে গেলাম। সেখানে গিয়ে আমরা চারজন মিলে চিকেন চাপ খেলাম। সেখানের চিকেনচাপ অনেক মজার খাবার। আমরা প্রায় সেইখানে গিয়ে চিকেন চাপ খেতাম। কিন্তু ৬ মাস থেকে এই হোটেলটি বন্ধো ছিলো। তাই এই কয়েক দিন খওয়া হইনি। তারপর সেখান থেকে বাহির হইলাম। তারপর আবার বাজারে আসলাম। আবার বাজারে কিছু সময় আড্ড দিয়ে বাসায় গেলাম। এখন একটু গেমস খেলবো। তারপর ঘুমাবো।
আশা করি আপনাদের আমার আজকের দিনের গল্পটি ভালো লেগেছে।
Please don't share the same post that you’ve already shared on any other platform. We will be supporting fresh & exclusive post only.
Thank you
Ok