মানুষকে বেঁচে থাকতে হলে অনেক কিছু শিখতে হয়। আর শেখার জন্য এটা যে বিষয়ে হোক না কেন তার পেছনে সময় দিতে হয়। মানুষের জীবনে সময় এর ব্যাপক গুরুত্ব রয়েছে। গুরুত্বটা তখনই বোঝা যায় যখন সেটার প্রয়োজন হয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সময়কে তাদের মত ব্যবহার করে ।যে সঠিক কাজে লাগায় সে সফল হয়ে যায় আর যে সময় নষ্ট করে সে সফলতা পায় না
মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সময়ের গুরুত্ব বুঝতে পারেনা। ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সে বাস্তবতার সাথে লড়াই করতে করতে সময়ের গুরুত্ব অনুধাবন করতে থাকে।
যে মানুষই হোক না কেন সময় এর সাথে যখন সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে থাকে তখন তার প্রতিভা বাড়তে থাকে। আরপ্রতিভা সকল ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকে। আর এই প্রতিভাকে ব্যবহার করে এই সময়ের সাথে তাল মিলিয়ে আজকে পৃথিবী দিনদিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে ।যেমন ,উনিশ শতকের দিকে এত বিপুল পরিমাণে নগরায়ন ছিল না কিন্তু পরে বিংশ শতাব্দীতে প্রত্যেক গ্রাম আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে প্রত্যেক গ্রামে আগের থেকে উঠে বেশি হাট বাজার হচ্ছে।