আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
সবাই কেমন আছেন?আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু সুন্দর মূহূর্তগুলো শেয়ার করতে যাচ্ছে।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।আমি আমার বন্ধুদের সাথে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং তাদের খাওয়া দাওয়া আয়োজন করে থাকি।আজকে সেরকমই একটা আনন্দময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।
আমরা সকল বন্ধু এক সাথে
আলোকচিত্র তোলার তারিখ এবং সময়: ১০শে জুন, ২০২১ সাল। রাত ১০ টা ১০মিনিটের দিকে তোলা।
দিনটা ছিল জুন মাসের ১০ তারিখ, ২০২১ সালের বৃহস্পতিবার। আমাদের গ্রামের কয়েকজন বন্ধুমিলে ঠিক করলাম।আজকে আমরা সন্ধার পরে একটা খাওয়া দাওয়ার আয়োজন করব।আমরা যেহেতু সবাই পড়াশুনা করি তাই আমাদের সার্ধের মধ্যে সব কিছু করতে হবে।আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সবাই মিলে টাকা দিয়ে বাজার করে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করব।এজন্য আমরা সবার কাছ থেকে ১২০টাকা করে নিয়েছিলাম।আমরা প্রায় ১০জন ছিলাম।সেই টাকা দিয়ে আমরা সোনালী মুরগি এবং চাউল সহ সকল প্রকার বাজারে করেছিলাম।এরপর আমার একটা বন্ধুর বাসায় সেগুলো রেখে দিয়েছিলাম।আমার সেই বন্ধুর মাই সব কিছু রান্না করে দিতে চেয়েছিল। তাই আর আমাদের বেশি কষ্ট করা লাগে নাই।
আমরা সবাই রাত ৯টার সময় একত্রে হলাম, মানে আমার সেই বন্ধুর বাসায় গেলাম। যেখানে রান্না হচ্ছে।আমরা যখন যায় তখন রান্না হয় নাই।তাই আমরা একটা রুমে বসে যে যার মতো আড্ডা দিচ্ছিল এবং ফোনে গান বাজনা করছিল।আমিও বসে হেটফোনে গানশুনছিলাম।রাত অনেক হয়েছিল বলে আমরা জোরে গান বাজায় নাই।এরপর আমরা সবাই অনেক মজা করে কিছুটা সময় কাটালাম।
আমি হেটফোন কানে গানশুনছি
আলোকচিত্র তোলার তারিখ এবং সময়: ১০শে জুন, ২০২১ সাল। রাত ১০ টা ১০মিনিটের দিকে তোলা।
সবাই নিজের মতো ব্যস্ত আছে
আলোকচিত্র তোলার তারিখ এবং সময়: ১০শে জুন, ২০২১ সাল। রাত ১০ টা ১০মিনিটের দিকে তোলা।
এরপর কিছু সময় পর রান্না শেষ হয়ে গেল।আমরা সবাই মেঝেতে বসে গেলাম। খাবার খাওয়ার জন্য।খাওয়ার আগে অনেক কথা হয়ে গেল।কে কত খেতে পারে।কার সাথে কে পাল্লা দিবে আরও অনেক কথা।এরপর আমার দুই বন্ধু মিলে খাবারগুলো সবাইকে দেওয়ার কাজে সাহায্য করছিল।খিচুড়ি ভাতের সাথে মুরগির মাংস ভোনা করা হয়েছিল।
খাবারের ছবি
আলোকচিত্র তোলার তারিখ ও সময়:১০শে জুন,২০২১ সাল। রাত ১০টা ৩৮মিনিটে তোলা।
আমার বন্ধু আমাদের খাবার দেওয়ার কাজে ব্যস্ত
আলোকচিত্র তোলার তারিখ ও সময়:১০শে জুন,২০২১ সাল। রাত ১০টা ৪০মিনিটে তোলা।
এরপর আমরা সবাই মেঝেতে গোল হয়ে বসে পড়লাম।তারপর সবাই যার যার প্লেট নিয়ে পরিস্কার করে নিলাম।এরপর খাবার নেওয়ার পালা।প্রথমে একজন সবাইকে খাবার তুলে দিলেন।তারপর যার যা লাগছিল সে নিয়ে খাচ্ছিল।
সবাই খাবারের অপেক্ষায় বসে আছে।
আলোকচিত্র তোলার তারিখ ও সময়:১০শে জুন,২০২১ সাল। রাত ১০টা ৪০মিনিটে তোলা।
সবার খাবার নেওয়ার পর এক সাথে সবাই খাওয়া শুরু করল।খাওয়ার মাঝে কত হাসাহাসি কথা বলা। মজাটায় যেন এক অন্যরকম ছিল।আসলে বন্ধু মানেই তো মজা করা। বন্ধুদের সাথে কাটানো দিনগুলো কখনও ভুলা যায় না।আমার এই দিনটার কথা সারাটা জীবন মনে থাকবে।খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু সময় এক সাথে বসে কথা বললাম।
এরপর আমি আমার বাসায় আসার জন্য ১১:৩০এর পর বেরিয়ে পড়লাম। আমার আবার বাসায় বাইরে বেশি রাত থাকা নিষেধ।তবুও ছিলাম।এরপর বাসায় এসে ফ্রেস হয়ে ঘুমিয়ে পড়লাম।সেদিনের দিনটা আমি খুবই মজা এবং আনন্দে কাটিয়েছিলা। আমি যেহেতু বাসায় থাকতাম না। তাই বন্ধুদের সাথে তেমন কোনো সময় কাটানো হতো না।কিন্তু যখনই ম্যাচ থেকে বাসায় আসতাম তখন এমন আনন্দেই দিনগুলো পার করতাম।
আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের কাছে ভালো লেগেছে।আমার লেখার মাঝে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবপন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ার জন্য।
ভালো লাগার জন্য পড়িনি, আনার লিখা থেকে অনেক কিছু সিখলাম ভাই। বন্ধুত্বের ভালোবাসা অমর
ধন্যবাদ।
Congratulations @rasel72! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 200 posts.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz:
Thank you.