নদীর তীরবর্তী সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন....

in Hive Learners3 years ago


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার আপনাদের সামনে চলে আসলাম আমার নতুন একটা পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য কিভাবে খুব সুন্দর করে অংকন করা যায়, সেটা দেখাবো। আশা করি আপনারা খুব সহজেই আমার পোষ্টটা থেকে দৃশ্য অংকন করা শিখতে পারবেন। চলুন শুরু করি-


IMG_20210727_181145.jpg


উপকরণ-

১।পেপার।
২।পেন্সিল ২বি এবং ১০বি।
৩।রাবার।
৪।কাটার
৫।বিভিন্ন কালার রঙ।


প্রথম ধাপ-

IMG_20210727_163556.jpg

প্রথমে আমি ২বি পেন্সিল ব্যবহার করে দুইটা তাল তাছের ধরটা অংকন করে নিলাম।


দ্বিতীয় ধাপ-

IMG_20210727_163755.jpg

এরপর আমি তাল গাছের পাতাগুলো সব অংকন করলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210727_164054.jpg

গাছ অংকন করা শেষ হলে আমি নদী এবং দূরের গ্রাম অংকন করলাম।


চতুর্থ ধাপ-

IMG_20210727_164311.jpg

এরপর আমি নদীতে একটা নৌকা অংকন করলাম। তারপর বাকি অংশটুকু অংকন করলাম।


পঞ্চম ধাপ-

IMG_20210727_165100.jpg

IMG_20210727_165328.jpg

এরপর আমি কালার করা শুরু করলাম। প্রথমে আমি ধাপে ধাপে তাল গাছের পাতার কালার করলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210727_165537.jpg

এরপর আমি দূরের গ্রামের কালার করলাম।তারপর আকাশের কালারটাও করে নিলাম।


সপ্তম ধাপ-

IMG_20210727_165742.jpg

এরপর আমি নদীর কালার করলাম। আমি হালকা ভাবে কালার করার চেষ্টটা করলাম।


অষ্টম ধাপ-

IMG_20210727_170045.jpg

এরপর আমি নৌকার এবং গাছের কালারটা করলাম।


নবম ধাপ-

IMG_20210727_170256.jpg

এবার আমি নদীর পারের সবুজ অংশটুকু কালার করলাম।এরপর আমি নদীর পারের কিছু ঘাস তুলে দিলাম।


দশম ধাপ-

IMG_20210727_173121.jpg

অংকন করা শেষ। আমি বাকি অংশটুকু কালার করলাম। এরপর আমি ১০বি পেন্সিল ব্যবহার করে ধাপে ধাপে সকল।দাগগুলো গাঢ় করে দিলাম।


IMG_20210727_181145.jpg

এভাবে খুব সহজেই আমি নদীর তীরবর্তী এলাকার একটা সুন্দর দৃশ্য অংকন করলাম।আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টটা করেছি।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা দেখার জন্য।



Cc:
@blacks


Sort:  

দারুণ আর্ট।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago  

Thank you.