ক্ষুদ্র চেষ্টা।।

in Freewriters2 years ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ চলুন শুরু করি আমার আজকের পোষ্ট -

কাউকে সাহায্য করতে পারলে আমাদের সবারই ভালো লাগে। সাহায্য হতে পারে অর্থনৈতিক, কথার দ্বারা, কাজের দ্বারা কিংবা, খাদ্য দ্রব্য দ্বারা। এছাড়াও বিভিন্ন ভাবে আমরা মানুষকে সাহায্য করে থাকি। আমাদের সব সময় উচিত আমাদের সাধ্য মতো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়ানো। দেখবেন, আপনার একটা ছোট উপহার পেয়ে তারা কতটা খুশি হয়৷ মন থেকে আপনার জন্য তারা দোয়া করতে থাকে। আপনে আপনার দিক থেকে যতটা পারেন অন্যকে সাহায্য করুন।
IMG_20230414_195157.jpg

এই তো আর কয়েক দিন পরই, মুসলমানদের সবচেয়ে খুশির ঈদ আসতেছ। এই দিনে কত অসহায় মানুষ আছে, যারা নিজেদের অর্থের অভাবে পোশাক কিনতে পারতেছেন না। অনেকে সঠিক ভাবে খাবার পাচ্ছেন না। আমরা যদি কিছু অর্থ দিয়ে তাদের পাশে দাড়াতে পারি, তাহলে হয়ত তারা কিছুটা হলেও কষ্ট থেকে বেঁচে থাকবেন। আমার সব সময় ইচ্ছা করে অন্যকে যদি কোনো ভাবে সাহায্য করতে পারি তাহলে হয়ত, একটু বেশিই নিজেকে খুশি মনে হয়। কিন্তু আমি নিজেই তো একজন মধ্য বৃত্ত পরিবারের ছেলে, আর এখনও ছাত্র পড়াশুনা করি৷

IMG_20230414_195201.jpg

IMG_20230415_215646.jpg

তারপরও নিজের অদম্য চেষ্টটায়, আমার টিউশনির টাকা থেকে কিছু টাকা দিয়ে এইবার রমজানে আমি কিছু উপহার কিনে মানুষকে দেওয়া চেষ্টটা করেছি৷ আমি আজকে বাজারে গিয়ে কয়েকটা শাড়ী, গেন্জি কিনে এনেছি কয়েকজনকে দেওয়ার জন্য। আমি আল্লাহ তায়ালার কাছে দোয়া, করি তিনি যেনো আমাকে এভাবে দান করতে আরও সহায়তা করেন৷ আমাকে যেনো আরও মানুষের পাশে দাড়ানোর মানসিকতা তৈরি করে দেন। আমি এগুলো মানুষকে দেখানোর জন্য নয়, প্রকৃত পক্ষে মানুষকে সাহায্য করার জন্য, চেষ্টটা করে যাচ্ছি৷ এই প্রথমবার আমি আমার পরিবারের বা আত্নীয় স্বজনদের বাইরে অন্যদের সাহায্য করলাম।

আমার খুবই খুশি লাগছিল। এতো দিন ঈদের আগে ভাই, বোন, ভাতিজা বা আত্নীয় স্বজনদের কিছু কিছু জিনিস কিনে দেওয়ার চেষ্টটা করতাম৷ কিন্তু এইবার এদের পাশাপাশি অন্যদেরও কিছু দেওয়ার চেষ্টটা করলাম। আল্লাহ তায়ালা যেনো আমার এই সহায়তাকে কবুল করেন৷ (আমিন).। আমি আমার এই ধারাবাহিকতাকে ধরে রাখার চেষ্টটা করব৷ আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য ।

Sort:  

Hey @rasel72!
Actifit (@actifit) is Hive's flagship Move2Earn Project. We've been building on hive for almost 5 years now and have an active community of 7,000+ subscribers & 600+ active users.
We provide many services on top of hive, supportive to both hive and actifit vision. We've also partnered with many great projects and communities on hive.
We're looking for your vote to support actifit's growth and services on hive blockchain.
Click one of below links to view/vote on the proposal:

  • peakd
  • ecency
  • hivesigner
  • Congratulations @rasel72! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

    You have been a buzzy bee and published a post every day of the week.

    You can view your badges on your board and compare yourself to others in the Ranking
    If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

    Check out our last posts:

    The Hive Gamification Proposal
    Support the HiveBuzz project. Vote for our proposal!